Entertainment

জন্মদিনে সঞ্জয় দত্ত পেলেন একদম অন্য উপহার

Published by
News Desk

৬০ বছর সম্পূর্ণ করলেন অভিনেতা সঞ্জয় দত্ত। ভারতীয় সিনেমার এক বর্ণোজ্জ্বল চরিত্রের নাম সঞ্জয় দত্ত। জীবনের পরতে পরতে নাটকীয়তা নিয়ে চলা সঞ্জয় কিন্তু অভিনয় জগতে এখনও নিজের জায়গায় একদম আলাদা। তিনি তাঁর মত। নিজের একটা আলাদা পরিচয় তাঁর। তিনি সঞ্জয় দত্ত। কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার ১’-এর পর এবার সঞ্জয় দত্তকে নিয়ে মুক্তি পাচ্ছে ‘কেজিএফ: চ্যাপটার ২’। এই সিনেমার পোস্টারে আত্মপ্রকাশ করল সিনেমায় সঞ্জয় দত্তের প্রথম লুক।

সঞ্জয় দত্তের জন্মদিনে কার্যত এটাই ছিল ‘কেজিএফ: চ্যাপটার ২’ সিনেমার প্রযোজকের উপহার। সিনেমায় আধিরা-র চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। সেই চরিত্রে তাঁর একটি লুক পোস্টারে প্রকাশ পেল। আর সেই পোস্টার এদিনই আত্মপ্রকাশ করল। সঞ্জয় দত্তের জন্মদিনকে সামনে রেখে। পোর্ট্রেট টাচ দেওয়া ধূসর রঙের এই পোস্টারে সঞ্জয় দত্তের ম্যাচো ম্যান লুকটা ফুটে উঠেছে। মুখ পাগড়ির কাপড়ে ঢাকা। নিজেই নিজের মুখের অর্ধেক ঢাকছেন সঞ্জয়। চোখ ২টো দিয়ে ঝলসে বার হচ্ছে আগুনে দৃষ্টি।

কেজিএফ: চ্যাপটার ২-এর ফার্স্ট লুকে সঞ্জয় দত্ত, ছবি – আইএএনএস

‘কেজিএফ: চ্যাপটার ২’ সিনেমায় এক প্রতিবাদীর চরিত্রে অভিনয় করছেন সঞ্জয়। যিনি সিনেমায় তাঁর সোনার খনির আধিপত্য কেবল তাঁর দাদার শেষ ইচ্ছাকে গুরুত্ব দিয়ে ভাইপোকে ছেড়ে দেন। এই সিনেমায় সঞ্জয় দত্তের পাশাপাশি আরও এক বড় চমক রবিনা ট্যান্ডন। যাঁকে বলিউড সিনেমাতেই আর খুঁজে পাওয়া যায়না। তিনি অভিনয় করছেন এই সিনেমায়।

আগামী ডিসেম্বরে রিলিজ হতে চলেছে ‘কেজিএফ: চ্যাপটার ২’। সিনেমাটি নিয়ে আশাবাদী এই সিনেমার সঙ্গে যুক্ত সকলে। সঞ্জয় দত্ত থাকাটা এই সিনেমার সাফল্যের মাত্রাকে আরও বাড়িয়েছে বলেই মনে করছেন তাঁরা। কন্নড় চিত্রতারকা যশ, যিনি ‘কেজিএফ: চ্যাপটার ১’-এ ছিলেন, তিনি মনে করছেন ‘কেজিএফ: চ্যাপটার ২’ আরও বড় সাফল্য নিয়ে আসবে। প্রথম পার্ট করার সময় তাঁরা অনেক দুরন্ত ভাবনাকে দ্বিতীয় ভাগের জন্য তুলে রেখেছিলেন বলেও জানান যশ। সেগুলি এবার সিনেমায় দেখা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sanjay Dutt

Recent Posts