Entertainment

ফের বিয়ে করলেন সঞ্জয় দত্ত, গেরুয়া বসনে নিলেন সাতপাক

ফের বিয়ে করলেন সঞ্জয় দত্ত। এই নিয়ে ৪ বার। তবে এবার বিয়েটা একটু অন্যরকম। গেরুয়া বসনে নিয়ম মেনে স্ত্রীকে নিয়ে হোমকুণ্ডে পাক দিলেন বলিউডের সঞ্জুবাবা।

Published by
News Desk

বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবন কোনও সিনেমার চেয়ে কম নয়। কখনওই তা গোলাপ বিছানো ছিলনা। বিবাহিত জীবনে তিনি প্রথম বিবাহ করেন ১৯৮৭ সালে। রিচা শর্মাকে বিয়ে করে জীবন কাটছিল। কিন্তু ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রাণ যায় রিচার।

সঞ্জয় এরপর দ্বিতীয় বিয়ে করেন রিয়া পিল্লাইকে। রিয়া ছিলেন বিমানসেবিকা এবং মডেল। তাঁর সঙ্গে ২০০৮ সালে বিবাহবিচ্ছেদ হয় সঞ্জয় দত্তের। ওই বছরই গোয়ায় তৃতীয় বিয়েটা সেরে ফেলেন পর্দার মুন্না ভাই।

এবার বিয়ে করেন দিলনাওয়াজ শেখকে। যাঁকে সকলে চেনেন মান্যতা নামে। ২০২৪ সালে এসে ফের সেই মান্যতাকেই যেন বিয়ে করলেন সঞ্জয় দত্ত। একদম বিয়ের মতই মান্যতাকে পিছনে নিয়ে হোমকুণ্ডের চারধারে নতুন বিয়ের মত করে পাক দিলেন সঞ্জয় দত্ত।

মুম্বইয়ে তাঁদের একটি বাড়ির নবীকরণ সমাপ্ত হয়েছে। সেই উদ্দেশ্যেই একটি পুজোর আয়োজন হয়েছিল। সেখানেই মান্যতাকে নিয়ে সাতপাক দিতে দেখা গেল সঞ্জয় দত্তকে। একে মজা করে তাঁর চতুর্থ বিয়ে বলে ব্যাখ্যা করা হচ্ছে।

২০০৮ সালের পর থেকে সঞ্জয় দত্তের জীবনে অনেক উত্থান পতন হয়েছে। জেলেও কাটাতে হয়েছে তাঁকে। ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করতে হয়েছে। জীবনের এই সব কঠিন সময়ে কিন্তু তাঁর পাশে সবসময় থেকেছেন মান্যতা।

স্বামীকে আগলে রেখেছিলেন তিনি। কোনও চতুর্থ বিয়ে নয়, বিয়ের ১৬ বছর পর ফের সেই মান্যতাকে নিয়েই সাতপাক দিলেন সঞ্জয় দত্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk