Categories: Sports

৮০ সপ্তাহ ১ নম্বরে সানিয়া‍!

Published by
News Desk

টানা ৮০ সপ্তাহ বিশ্ব মহিলা ডবলসে নিজের ১ নম্বর স্থান ধরে রাখলেন সানিয়া মির্জা। ভারতের এই টেনিস সুন্দরী নিজই ট্যুইট করে একথা জানিয়েছেন। নিজের এই অবস্থান নিয়ে উচ্ছ্বাসও লুকিয়ে রাখেননি তিনি।

ভলভো কার ওপেন জয়ের পর তাঁর প্রথম স্থান অক্ষুণ্ণ রাখার রেকর্ড ৮০ সপ্তাহে পা দেওয়ার পর ২৯ বছর বয়স্ক এই হায়দরাবাদির সামনে রইলেন ৩ টেনিস তারকা। ১৮১ সপ্তাহ এক নম্বরে থেকে এখনও তালিকার শীর্ষে মার্টিনা নাভ্রাতিলোভা। ১৪৫ সপ্তাহ একটানা ১ নম্বরে থেকে দ্বিতীয় স্থানে কারা ব্ল্যাক। ১৩৪ সপ্তাহের রেকর্ড ধরে রেখে তৃতীয় স্থানে লিজেল হুবার। সানিয়ার এই সাফল্যে মার্টিনা হিঙ্গিসের কৃতিত্বও রয়েছে। তাঁর সঙ্গে জুটি বেঁধেই পরপর সাফল্যের মুখ দেখে চলেছেন সানিয়া।

Share
Published by
News Desk
Tags: Sania Mirza

Recent Posts