Sports

পুত্র সন্তানের জন্ম দিলেন সানিয়া মির্জা

Published by
News Desk

মঙ্গলবার ভোরে পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। হায়দরাবাদে নিজের শহরেই সন্তানের জন্ম দেন সানিয়া। সন্তানসম্ভবা ছিলেন তিনি। ফলে ভারত ও পাকিস্তান দুদেশেই একটা অধীর অপেক্ষা ছিল। এদিন সন্তান জন্মের পর বেজায় খুশি বাবা শোয়েব মালিকও।

পাক ক্রিকেট তারকা শোয়েব এদিন ট্যুইট করে তাঁদের সন্তানের জন্মের কথা জানান। জানান মা ও সন্তান ২ জনেই ভাল আছে। ২০১০ সালের ১২ এপ্রিল সনাতনি মুসলিম রীতি মেনেই হায়দরাবাদে চার হাত এক হয় সানিয়া মির্জা ও শোয়েব মালিকের।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Sania Mirza

Recent Posts