Sports

সংসারে নতুন অতিথি আসতে চলেছে সানিয়া শোয়েবের, অধীর অপেক্ষায় ২ দেশ

Published by
News Desk

ছিল দুজনের সংসার। মির্জা আর মালিকের সংসার। সেই সংসারে খুব শিগগির পা রাখতে চলেছে আরও একজন। টেনিস তারকা সানিয়া মির্জার কোল আলো করে আসতে চলেছে ছোট্ট মির্জা-মালিক। কয়েক মাসের অপেক্ষা। তারপর বাবা হওয়ার গুরুদায়িত্ব চাপতে চলেছে প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের কাঁধে। এই সুখবর গত সোমবার বিকেলে প্রথম ট্যুইট করে জানান সানিয়া মির্জা। সানিয়ার পোস্ট করা একটা মিষ্টি ছবিতে দেখা যাচ্ছে ৩টি জামা। একদম ডানদিকের জামায় লেখা ‘মালিক’। বাঁদিকের জামাটি মির্জার। আর মধ্যবর্তী ছোট্ট জামায় শোভা পাচ্ছে ‘মির্জা-মালিক’। সেই জামার উপরে দুধের বোতল আর ভাঁজ করে রাখা বাচ্চার জামার সেট দেখে কারও আর কিছু বুঝতে অসুবিধা হয়নি।

একইভাবে ঠিক একইসময়ে শোয়েব মালিকও জানান তাঁদের দুই থেকে তিন হওয়ার সুসংবাদ৷ বহুচর্চিত যুগলের ২ ট্যুইটে ২ সীমান্তে খুশির হাওয়া বয়ে যায়। ট্যুইটার, ইন্সটাগ্রামে শুভেচ্ছা বন্যায় ভেসে যান হবু মা-বাবা। ভারতীয়দের ‘মামা’ হতে চলার জন্য ট্যুইটারে শুভেচ্ছা জানান পাকিস্তানের নেটিজেনরা। সানিয়া ও শোয়েবের সন্তান বড় হয়ে ক্রিকেটার না টেনিস তারকা হবে, এই নিয়ে জল্পনা শুরু করে দেন কেউ কেউ। তারকা দম্পতির সন্তানের নামকরণ নিয়েও মস্করায় মেতে ওঠেন তাঁদের অনুরাগীরা। চোটের কারণে হায়দরাবাদের টেনিস তারকা বেশ কিছু দিন কোর্টের বাইরে ছিলেন। সামনেই ফরাসি ওপেনে কোর্টে ফেরার কথা ছিল তাঁর। সোমবারের ঘোষণায় অবশ্য স্পষ্ট হয়ে গেল, ফরাসি ওপেনেও আপাতত কোর্টে ফেরা হচ্ছেনা সানিয়ার। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Share
Published by
News Desk
Tags: Sania Mirza

Recent Posts