Categories: Entertainment

অভিনয় করতে গিয়ে ২ দিন কেঁদে ভাসালেন নায়িকা

একটি গানের দৃশ্যে অভিনয় করছিলেন তিনি। এমন কত গানের দৃশ্যেই তো অভিনয় করতে হয়। কিন্তু এখানে ২ দিন ধরে কেঁদে ভাসালেন নায়িকা।

Published by
News Desk

একটি গানের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। সেই শ্যুটিংয়ে গানের আবহ কেমন, সেখানে নায়িকার কাছ থেকে কি ধরনের অভিনয় আশা করা হচ্ছে তা বুঝিয়ে দেন পরিচালক। নায়িকাও বুঝে নেন তাঁকে কি করতে হবে।

কিন্তু অভিনয় করতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। সেই যে তাঁর কান্না শুরু হয়, তা চলতেই থাকে। এমন মনে করার কারণ নেই যে কান্নাটাও অভিনয়ের অংশ ছিল। তা কিন্তু নয়। বরং কান্নাটা একেবারেই আসল ছিল।

বরবাদ নামে একটি গানের শ্যুটিং চলছিল দিল্লিতে। সেখানেই নায়িকা সন্দীপা ধর অভিনয় করছিলেন। অভিনয়টা ছিল এমন একটি মেয়ের চরিত্রে যাঁকে তাঁর বয়ফ্রেন্ড অত্যাচার করে। কিন্তু সে ওই যুবককে এতটাই ভালবাসে যে তাকে ছাড়তে পারেনা।

প্রেমে মগ্ন এই মেয়েটির চরিত্রে অভিনয় করতে গিয়ে সন্দীপা এতটাই চরিত্রে প্রবেশ করেন, নিজেকে চরিত্রের সঙ্গে মিশিয়ে ফেলেন যে মেয়েটির করুণ পরিস্থিতি তাঁকে কাঁদায়।

যেহেতু পুরো গানটিই এই মেয়েটির এই কষ্টের সময় নিয়ে, তাই পুরো সময়টাই সন্দীপা কাঁদতে থাকেন। মেয়েটি যেন তিনি হয়ে যান। সন্দীপার এই আবেগ অবশ্য শ্যুটিংয়ের জন্য ভালই ফল দিয়েছে। অনেক বাস্তবিক ও জীবন্ত হয়ে উঠেছে অভিনয়।

গানটি সেইসব মেয়েদের একটি বার্তা দিতে চলেছে যাঁরা প্রেমে পাগল হয়ে এমন অত্যাচারও সহ্য করে নেন। তাঁদের সেই পরিস্থিতির সঙ্গে লড়ার কথাই বোঝানোর চেষ্টা হয়েছে এই গানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk