SciTech

বোমা ফাটায় এ গাছ, বাঁদরদের আটকাতে নেয় বিশেষ ব্যবস্থা

গাছকে এক স্থবির প্রাণ হিসাবেই সকলে জানেন। কোনও গাছ যে বোমাও ফাটাতে পারে তা অবিশ্বাস্য। কিন্তু এ গাছ সত্যিই বোমা ফাটায়।

Published by
News Desk

গাছ স্থবির হয়ে বছরের পর বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। ফুল ফোটে, ফল ধরে। ফলের বীজ থেকে বা ফুলের রেণু থেকে সে গাছ তার বংশবৃদ্ধি করে। কিন্তু কোনও গাছ কি বোমাও ফাটাতে পারে? এ গাছ কিন্তু পারে। এ গাছে মাঝে মাঝেই বোমা ফাটার আওয়াজ পাওয়া যায়।

তারপর বোমার মধ্যে থাকা স্প্লিন্টারের মতই গাছের ফল অতি প্রবল গতিতে ছুটতে থাকে এদিক ওদিক। এই গাছের নাম স্যান্ডবক্স ট্রি। এই গাছের ফলই হল এর বোমা।

ফল পাকলে গাছ থেকে তা একসময় ঝরে পড়ে মাটিতে। এটাই সকলে দেখেছেন। এ গাছ কিন্তু ফল পাকলে তাতে বিস্ফোরণ ঘটায়। ফল ফেটে যেতেই তার মধ্যে থাকা বীজগুলি ছিটকে বিভিন্ন দিকে ছুটতে থাকে।

২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বীজগুলি কিন্তু ছুটতে থাকে। ফলে এ গাছের ধারেকাছে যদি কেউ যান আর ঠিক সেই সময়ই ফলে বিস্ফোরণ ঘটায় গাছ, তাহলে কিন্তু বীজের আঘাত আর বিস্ফোরণ আওয়াজ ২টো ভয়ংকর হতে পারে তাঁর জন্য।

এ গাছ আবার বাঁদরদের তাদের গা বেয়ে ওঠা একদম পছন্দ করেনা। স্যান্ডবক্স ট্রি গাছের গুঁড়ি জুড়ে অসংখ্য কাঁটা থাকে। শক্তপোক্ত সূচালো কাঁটা। ফলে এর গুঁড়ি বেয়ে গাছে ওঠা অসম্ভব।

স্যান্ডবক্স ট্রি, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

এই গাছকে তাই মাঙ্কি নো ক্লাইম্ব গাছও বলে ডাকা হয়। মানে বাঁদরদের গাছে ওঠা মানা। কারণ বাঁদররা গাছে উঠতে গেলেই তাদের গাছের গুঁড়িতে থাকা কাঁটা ফুটে যাবে। অ্যামাজন রেন ফরেস্টে এই স্যান্ডবক্স ট্রি দেখতে পাওয়া যায়।

Share
Published by
News Desk
Tags: Amazon

Recent Posts