Categories: National

জোর করে বয়ান লেখানোর অভিযোগ সলমনের

Published by
News Desk

বয়ানে সইটা তারই, কিন্তু গোটা বয়ানটাই তাঁকে দিয়ে পুলিশ জোর করে লিখিয়ে নিয়েছে। কৃষ্ণসার হরিণ হত‌্যাকাণ্ডে বলিউড তারকার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতে হাজিরা দিয়ে গিয়ে এদিন যোধপুর আদালতে এমনই দাবি করলেন সলমন খান।

ফরেস্ট ডিপার্টমেন্টের করা এই মামলায় এদিন আদালতে হাজিরা দিতে গিয়ে ফের নিজেকে নিরপরাধ বলে দাবি করেন সলমন। এই মামলার পরবর্তী শুনানি ৪ এপ্রিল। এই মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ১৯৯৮ সালে দুটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডের মামলাও চলছে।

Share
Published by
News Desk