Entertainment

একটি সিনেমায় প্রাক্তন রাষ্ট্রপতিকে নকল করেছিলেন সলমন খান, কি নকল করেছিলেন

তিনি একটি সিনেমায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে নকল করেছিলেন। স্বীকার করলেন সলমন খান। কোন সিনেমায় কি নকল করেছিলেন তাও জানালেন তিনি।

Published by
News Desk

প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে নকল করেছিলেন তিনি। এপিজে আবদুল কালাম রাষ্ট্রপতি তো ছিলেনই, সেই সঙ্গে তিনি একজন স্বনামধন্য বিজ্ঞানী। সেই মানুষটিকে ‘তেরে নাম’ সিনেমায় নকল করেছিলেন সলমন খান।

এই কথা একটি ওটিটি অনুষ্ঠানে হাজির হয়ে এতদিন পর স্বীকার করলেন নিলেন বলিউড তারকা। কি নকল করেছিলেন এপিজে আবদুল কালামের? সলমন জানান তেরে নাম সিনেমায় তাঁর লুক ছিল একদম অন্যরকম। সেখানে তাঁর লম্বা লম্বা চুল ছিল।

ওটা একটা হেয়ার স্টাইল। এপিজে আবদুল কালামের চুলের একটি ধরণ ছিল। যা সলমন খানের ভাল লেগেছিল। তিনি তাই প্রাক্তন রাষ্ট্রপতির সেই চুলের ধরণ নকল করেছিলেন তেরে নাম সিনেমায়।

সলমন আরও জানান, সে সময় অভিনেতা রাহুল রায়ও এইরকম লম্বা চুল রাখতেন। রাহুল রায়ের সেই হেয়ার স্টাইলও ছিল এইরকম। সলমনের মতে, স্মল টাউন হিরোদের এমন বড় চুল থাকত। সেটাও তাঁকে টানে।

তাই তেরে নাম সিনেমায় তিনি বিশেষ একটা লুক তৈরি করেছিলেন। যেখানে সলমন খানকে তাঁর লম্বা চুলের জন্যও অনেকে মনে রেখেছেন। প্রসঙ্গত ২০০৩ সালে মুক্তি পাওয়া তেরে নাম সিনেমাটি সে সময় বক্স অফিসে মোটা টাকার ব্যবসা এনে দিয়েছিল।

কপিল শর্মার একটি শোয়ের প্রথম এপিসোডেই উপস্থিত হয়ে সলমন খান তাঁর তেরে নাম সিনেমায় লুক নিয়ে অকপটে সব স্বীকার করে নিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk