সুরক্ষা বলে কিছু নেই, সলমন খানের বাড়িতে ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয় মহিলা
সলমন খানের বাড়িতে ঢুকে পড়লেন এক মহিলা। বলিউড তারকার বাড়ি সুরক্ষায় মোড়া থাকে। তা সত্ত্বেও এটা সম্ভব হল। এক মহিলা ঢুকে পড়লেন তাঁর বাড়িতে।

মুম্বইয়ের বর্ধিষ্ণু এলাকা বান্দ্রা। সেই বান্দ্রার একটি অ্যাপার্টমেন্ট হল গ্যালাক্সি। যেখানে বলিউড সুপারস্টার সলমন খানের বাস। সলমন বলিউডের গুটিকয়েক সুপারস্টারের একজন যিনি কোনও বিলাসবহুল বাড়িতে নয়, একটি অ্যাপার্টমেন্টে থাকেন মুম্বই শহরে।
এই গ্যালাক্সিতেই এবার ঢুকে পড়লেন এক মহিলা। বছর ৩২-এর ওই মহিলার নাম ইশা ছাবড়া। ওই মহিলা বাধাহীন ভাবে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের যে লিফট সলমন ব্যবহার করেন, সেখানে পৌঁছে যান।
এখান পর্যন্ত পৌঁছে যাওয়ার পর সলমন খানের সুরক্ষায় নিযুক্ত সিকিউরিটি গার্ডদের বিষয়টি নজরে আসে। তাঁরা তখন ওই মহিলাকে আটকান। জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় সলমন খানের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেল।
যেখানে গতবছরই তাঁর অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় বাইক আরোহী ২ ব্যক্তি। যেখানে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমন খানকে খোলাখুলি হুমকি দিয়ে রেখেছে।
সলমন খানের জীবন সংশয় রয়েছে। সেখানে সুরক্ষা বলয়ে ঘেরা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের লিফট পর্যন্ত এক অপরিচিত মহিলা নিশ্চিন্তে কীভাবে পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রশ্ন উঠছে নিশ্ছিদ্র সুরক্ষা বলয়ে এত বড় ছিদ্র কীভাবে তৈরি হল? সলমন খানের ঘর পর্যন্ত পৌঁছতে ওই মহিলার খুব বেশি সময় লাগত কি যদি তিনি একবার লিফটে উঠে পড়তে পারতেন? এসব কিন্তু বলি তারকার সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা