Entertainment

সলমন খানের বাড়ির দরজায় পৌঁছে গেল মূর্তিমান আতঙ্ক

এক ভয়ংকর কাণ্ড ঘটে গেল বলিউড তারকা সলমন খানের বাড়ির সামনে। তাঁর বাড়ি লক্ষ্য করে চলল গুলি। নাটকীয়ভাবে ভাবে ঘটনাটা ঘটে।

Published by
News Desk

সলমন খান যেখানে থাকেন সেই মুম্বইয়ের বান্দ্রা এলাকার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট অনেকের চেনা। সুপারস্টারের বাড়ি তো মুম্বই শহরের পর্যটনেরই একটা অংশ হয়ে উঠেছে। সলমন খানের সেই বাড়ির সামনে রবিবার কাকভোরে ঘটে গেল এমন এক ঘটনা যা সলমন খানের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল।

স্থানীয় মানুষ জানাচ্ছেন, তখন কাকভোর। আলো অন্ধকার ভরা এলাকায় তেমন লোকজন ছিলেননা। রাস্তা ছিল সুনসান। সেই সময় একটি বাইকে করে ২ জন হাজির হয় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। যেখানে সলমন খান থাকেন।

বাইক আরোহীদের মাথা হেলমেটে ঢাকা ছিল। বাড়িটির সামনে দাঁড়িয়ে তারা কমপক্ষে বাড়ি লক্ষ্য করে ৪টি গুলি চালায়। তারপর মিলিয়ে যায় ফাঁকা রাস্তায়।

এই ঘটনার পর সলমন খানের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ল। সলমন খানকে আগেই হুমকি দিয়েছিল পঞ্জাবের লরেন্স বিষ্ণোই গ্যাং। সলমন ও তাঁর বাবা সেলিম খান ছিলেন টার্গেট। বাড়িতে চিঠি পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে।

এদিকে পুলিশ ঘটনার পরই সলমনের বাড়িতে হাজির হয়। কারা গুলি চালাল তাদের খোঁজের চেষ্টা চলছে। গুলি চলার সময় সলমন খান ওখানেই ছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি।

অনেক সময় সপ্তাহান্তে সলমন তাঁর ফার্ম হাউসেও দিন কাটান। এই ঘটনার পর সলমন খানের সুরক্ষা আরও কতটা জোরদার করা হবে তা পরিস্কার নয়। তবে তা যে হবে তা বলাই বাহুল্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk