Entertainment

টাইগার ৪ কি আসবে, খোলসা করলেন সলমন খান

যাবতীয় জল্পনায় জল ঢেলে সলমন খান এবার স্পষ্ট করে দিলেন আদৌ টাইগার ৪ আসবে কিনা। টাইগার ৩ এখন হলে রমরম করে চলছে।

Published by
News Desk

স্পাই ইউনিভার্সে সলমন খান হলেন টাইগার। দিওয়ালীতে মুক্তি পাওয়া টাইগার-এর তৃতীয় ভাগ মানে টাইগার ৩ রমরম করে চলছে। টাইগার সিরিজের এক দুই এবং তিন এভাবে দর্শকদের পছন্দ হওয়া কি তাহলে টাইগার ৪ বানানোর প্রেরণা দিল? টাইগার ৪ বলে আদৌ কি কিছু তৈরি হবে? দর্শকরা তাতে সলমন খানকে টাইগার হিসাবে দেখতে পাবেন? এসব নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন সলমন খান নিজেই।

টাইগার ৩-এর ২ তারকা ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমিকে পাশে নিয়ে সলমন খান সিনেমার একটি স্ক্রিনিং-এ গিয়েছিলেন। সেখানেই ইমরান বলছিলেন যে তিনি সলমনের খুব বড় ভক্ত, কিন্তু তা তিনি এখানে প্রকাশ করতে পারছেন না।

এর উত্তরে সলমন জানান, এই সিনেমায় এটা দেখা যায়নি, তবে পরেরটায় সেটা দেখা যাবে। সলমন ইমরান হাশমিকে কথাটা বললেও এখানেই টাইগার ৪ নিয়ে যা বলার বলে দিয়ে যান বলে মনে করছেন সকলে। আসলে সলমন টাইগার ৪ আসার ইঙ্গিতটা এখনই দিয়ে দিলেন বলেও মনে করছেন তাঁরা।

এদিন সলমন ইমরান হাশমির সঙ্গে কিছুটা হালকা চালে মজার ছলেই ছিলেন। ইমরান হাশমি বিখ্যাত তাঁর সিনেমার পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্য। সলমন মজা করে বলেন সেই অভ্যাস এবার আস্তে আস্তে ছাড়ছেন ইমরান।

টাইগার ৩-এর অন্যতম অভিনেতা ইমরান অবশ্য জানান তিনি এই সিনেমাতেও একটা গানের ট্র্যাক যোগ করতে বলেছিলেন। সেখানেই তিনি চুম্বন দৃশ্যটা সেরে ফেলতেন। কিন্তু তেমন কোনও ট্র্যাক দেওয়া হয়নি। অবশ্য পুরোটাই ছিল হালকা মেজাজে মজার ছলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk