Categories: National

হরিণ হত্যা মামলায় রেহাই সলমনের

Published by
News Desk

অবশেষে চিঙ্কারা হরিণ ও কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রেহাই পেলেন বলিউড তারকা সলমন খান। ২টি বিরল প্রজাতির হরিণ শিকারের যে অভিযোগ সলমনের বিরুদ্ধে ছিল তা এদিন নাকচ করে দেয় রাজস্থান হাইকোর্ট। হাইকোর্ট জানায় যে গুলি হরিণ ২টির গায়ে লেগেছিল তা যে সলমনের রাইফেল থেকেই ছুটেছিল তার কোনও প্রমাণ নেই। এর আগে নিম্ন আদালত সলমনকে এই ২টি হরিণ শিকার মামলায় ১ ও ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সলমন খান।

Share
Published by
News Desk