Entertainment

কাঁধে লাগানো ওগুলো কি, ছবি দিয়ে সব খুলে বললেন সলমন খান

বলিউড সুপারস্টার সলমন খান নিজের একটি ছবি শেয়ার করেছেন। পিঠের দিক থেকে ছবি। সেই ছবিতে সলমনের কাঁধে কিছু লাগানো রয়েছে। সেগুলো কি তা খোলসা করলেন তিনি।

Published by
News Desk

পাঠানে তাঁকে শাহরুখ খানের সঙ্গে একটি ক্যামিও রোলে দেখা গেছে। তারপর তাঁর সিনেমা কিসি কা ভাই কিসি কি জান বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ফলে এখন সলমন চেয়ে আছেন তাঁর টাইগার সিকুয়েলের ৩ নম্বর ভাগের দিকে।

এই টাইগার ৩ সিনেমার শ্যুটিংও চলছে। তার ফাঁকে একটি ছবি সলমন খান শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে তাঁর কাঁধে কাপড়ের ফালির মত কিছু বিভিন্ন দিক থেকে লাগানো। যা আদপে কোনও কাপড়ের ফালি নয়, কিনিসিওলজি টেপ। কাঁধে আঘাত লাগলে এই টেপ ব্যবহার করেন চিকিৎসকেরা।

সলমন জানিয়েছেন শরীরচর্চা করার সময় তাঁর কাঁধে চোট লেগেছে। বেশ শ্লেষ মাখা সুরেই লিখেছেন, যখন কেউ ভাবেন তিনি সারা দুনিয়ার ভার কাঁধে নিয়ে চলেছেন, তখন দুনিয়া ছাড়ো, ৫ কিলোর ডাম্বেল তুলে দেখাও দেখি।

বোঝাই গেছে ওজন তুলতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন সলমন। মজা করে লিখেছেন টাইগার জখমি হ্যায়। বাংলায় যার মানে হয় টাইগার আহত হয়েছেন।

অনেকেই এটা দেখার পর সলমনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন আবার পাঠানের দৃশ্যের কথা তুলে মজা করে লিখেছেন পেনকিলার কাজ করবে।

প্রসঙ্গত টাইগার ৩ সিনেমায় সলমন খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমি ও ক্যাটরিনা কাইফকে। এই সিনেমায় শাহরুখ খানকেও একটি দৃশ্যে দেখা যাবে। এই নতুন সমীকরণেই এখন সিনেমা করছেন সলমন ও শাহরুখ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Salman Khan

Recent Posts