Entertainment

শাহরুখ খানের সিনেমা হিট, তাঁর সিনেমা ফ্লপ হলে কি হবে জানালেন সলমন খান

বলিউডের ভাইজান সলমন খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ ফ্লপ হলে কি হবে? সেকথা নিজেই জানিয়ে দিলেন সলমন।

Published by
News Desk

শাহরুখ খানের ‘পাঠান’ শুধু বক্স অফিসে তোলপাড়ই করেনি, সিনেমা হিটের ইতিহাসে রেকর্ড গড়েছে। শাহরুখ খান ৪ বছর পর ফিরে ইতিহাস গড়ে ফেললেন। এবার সলমন খান কি করবেন? সেটা বড় প্রশ্ন।

সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রচারের দুনিয়ায় আলোড়ন ফেলেছে। যথেষ্ট প্রচার হচ্ছে সিনেমার। কিন্তু তারপরেও যদি সিনেমা ফ্লপ করে? তাহলে কি হবে? চাঁচাছোলা ভাষায় সে উত্তর দিয়ে দিলেন সলমন।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সিনেমার পরিচালক ফারহাদ সামজি সলমন সম্বন্ধে বলতে গিয়ে বলেন, কেউ একজন সুপারস্টারের সঙ্গে কাজ করার সুযোগ পেতেও পারেন, কিন্তু সলমন খান ভাগ্যবানদেরই কপালে জোটে।

নিজের সম্বন্ধে এমন এক অসাধারণ প্রশংসা শুনেও কিন্তু সলমন খান খুব একটা আপ্লুত হননি। বরং তার উত্তরে ফারহাদকে পাল্টা খোঁচাই দেন।

সলমন বলেন, যদি এই সিনেমা না চলে তাহলে কিন্তু তাঁর ঘাড়েই পুরো খরচের বিল এসে পড়বে। তখন কিন্তু এই ফারহাদই তাঁকে দেখিয়ে বলবেন এই সেই লোক যাঁর জন্য সিনেমা চলল না।

সলমন অবশ্য ট্রেলার প্রকাশের পুরো সময়টা জুড়েই মজা করার মুডে ছিলেন। ফারহাদ তো বটেই, সেইসঙ্গে সিনেমার সঙ্গে যুক্ত অন্যদের নিয়েও মজা করতে থাকেন তিনি।

যদিও দর্শক কিন্তু চেয়ে আছে এই সিনেমা কেমন হয় সেদিকে। কারণ শাহরুখ সবে একটা স্বপ্নের হিট দিয়েছেন। সলমন সেখানে ফ্লপ করলে কিন্তু সলমনের ভক্তকুল কষ্ট পাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk