Entertainment

মহাত্মা গান্ধীর আশ্রমে বসে চরকা কাটলেন সলমন খান

চরকা কাটলেন বলিউড সুপারস্টার সলমন খান। তাও আবার যে সে জায়গায় নয়, একেবারে মহাত্মা গান্ধীর আশ্রমে গিয়ে চরকা কাটলেন তিনি।

Published by
News Desk

পরনে জিনস ও সবুজ টি-শার্ট। জিনসটি টাইট সন্দেহ নেই। তাই পরে মেঝেতে বাবু হয়ে বসাটা কঠিন কাজ। মেঝেতে যে বসার তেমন অভ্যাস নেই তাও বোঝা যাচ্ছে।

কিন্তু এসব সমস্যাকে কাটিয়ে টাইট জিনসে মেঝেতে বাবু হয়ে বসে পড়লেন তিনি। তারপর বুঝতে শুরু করলেন কীভাবে কাটা হয় চরকা। যা থেকে একসময় সুতো তৈরি করতেন স্বয়ং মহাত্মা গান্ধী।

ভাল করে চরকা কাটার পদ্ধতি বুঝে নিয়ে এবার তিনি নিজে হাত লাগালেন চরকায়। চরকা চালালেন বলিউড সুপারস্টার সলমন খান। তাও আবার সবরমতী আশ্রমে। মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত এই আশ্রমে বসে চরকা কাটতেন স্বয়ং গান্ধীজি।

২ বছর পর ফের রুপোলী পর্দায় ফিরতে চলেছেন সলমন খান। ‘রাধে’-র পর আর তাঁকে করোনা আবহে কোনও সিনেমায় দেখা যায়নি। রাধে ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহ, ২ জায়গায় মুক্তি পায় ঠিকই, তবে হলে মুক্তি ভারতে হয়নি, হয় ভারতের বাইরে।

তারপর ফের রুপোলী পর্দায় ফিরতে চলেছেন সলমন। ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’ নামে একটি সিনেমায় ফের দেখা যেতে চলেছে তাঁকে। সেই সিনেমারই প্রচারে সলমন হাজির হয়েছিলেন আমেদাবাদে।

প্রচারের ফাঁকে সময় করে সলমন হাজির হন আমেদাবাদের অন্যতম দ্রষ্টব্য স্থান সবরমতী আশ্রমে। ঘুরে দেখেন আশ্রম। তারপর সেখানেই বসে পড়েন চরকা কাটতে। খুব স্বাভাবিকভাবেই সলমন খানের চরকা কাটা প্রচারের আলোয় এসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts