Entertainment

কাউকে আর জড়িয়ে ধরবেন না সলমন খান

Published by
News Desk

সলমন খান বলেই নয়, দেশের অনেক সেলেব্রিটিরই সারাদিনে কত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তেমন ঘনিষ্ঠ হলে তাঁর সঙ্গে করমর্দন করেন। বা জড়িয়ে ধরে খুশি প্রকাশ করেন। কিন্তু সলমন জানিয়ে দিলেন তিনি আর কাউকে জড়িয়ে ধরে অভিনন্দন বা আনন্দ প্রকাশ করবেননা। এমনকি হ্যান্ডশেক বা করমর্দনও করবেননা। তাহলে কী দেখা হলে কোনও সামাজিক সৌজন্য নয়! সলমন জানিয়েছেন তিনি অন্য সিদ্ধান্ত নিয়েছেন।

সোশ্যাল সাইটে সলমন খান জানিয়েছেন, ভারতীয় সভ্যতার অঙ্গ হল নমস্তে অর্থাৎ নমস্কার আর মুসলিমদের ক্ষেত্রে সালাম। তিনি এই ২ পদ্ধতিতেই সামাজিক সৌজন্য সারবেন এবার থেকে। কোনও কোলাকুলি নয়, কোনও করমর্দন নয়। অন্তত যতদিন না করোনা ভাইরাস যাচ্ছে। সলমন এও জানিয়েছেন যখন করোনা ভাইরাস শেষ হয়ে যাবে তখন ফের তিনি কোলাকুলি করবেন, করমর্দন করবেন।

সলমন হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে একটি ছবিও সোশ্যাল সাইটে প্রকাশ করেছেন। এদিকে ভারতে ক্রমশ করোনা ভাইরাস আক্রান্তের খবর হচ্ছে। ফলে ভারত সরকার চিন, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান থেকে আসা মানুষজনের ক্ষেত্রে আঁটসাঁট বন্দোবস্ত করেছে। তাঁদের প্রবেশ করানোর আগে যথেষ্ট পরীক্ষা হচ্ছে। ভারত থেকেও এসব দেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু এই দেশগুলি বলেই নয়, বিশ্বের যেসব দেশেই করোনা ভাইরাস ছড়িয়ে, তেমন কোনও দেশেই যেতে নিষেধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Salman Khan

Recent Posts