Entertainment

বাড়িতে ঢুকে বাথরুম ধুলেন সলমন খান

Published by
News Desk

বিশৃঙ্খলাটা বেশ কিছুদিন ধরেই চলছিল। এক এক সময় তা মাত্রা ছাড়াচ্ছিল। সারা দেশ তা দেখে হতবাক হচ্ছিল। খোদ বাড়ির কর্তা সলমন খান পর্যন্ত এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একটি ঘটনাকে কেন্দ্র করে তো তিনি বলেই দিয়েছিলেন বিগ বস ১৩-র জন্য উদ্যোক্তারা যেন অন্য হোস্ট খুঁজে নেন। তিনি এমন অনুষ্ঠান হোস্ট করবেননা। যদিও সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন সলমন। কিন্তু সমস্যাটা তো চলতে দেওয়া যায়না। তাই তিনি এবার অন্য পথে হাঁটলেন।

বিগ বস ১৩-র ঘরে বাড়তে থাকা বিশৃঙ্খলা ঠান্ডা করতে এবার সেই ঘরে ঢুকে পড়লেন সলমন স্বয়ং। আসলে গত সপ্তাহে বিগ বস ১৩-র বাড়িতে থাকা প্রতিযোগীদের মধ্যে শেহনাজ গিল দায়িত্ব পেয়েছিলেন বাড়ির সকলকে কাজ ভাগ করে দেওয়ার। সেইমত তিনি কাজ ভাগও করে দেন। কিন্তু কাজ করতে অনীহা সকলের মধ্যেই কম বেশি দেখা যায়। নানা অছিলায় তাঁরা কাজ এড়িয়ে যান। ফলে গোটা বাড়িতে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তা অনুষ্ঠানের হোস্ট সলমন খানের নজর এড়ায়নি। ফলে এই বিশৃঙ্খলা মেটাতে নিজেই এবার সেখানে ঢুকে পড়লেন বলিউড সুপারস্টার।

সকলকে শিক্ষা দিতে সলমন বিগ বস-এর বাড়িতে প্রবেশ করে নোংরা ডিস ধোয়া থেকে শুরু করে, ফ্রিজ, মেঝেও সাফ করেন। এমনকি নোংরা হয়ে থাকা বাথরুম পর্যন্ত ধুয়ে ফেলেন। এভাবেই নীরবে প্রতিযোগীদের শিক্ষা দেন তিনি। সলমন যখন সব পরিস্কার করছেন তখন দেখা যায় সব প্রতিযোগী তাঁর কাছে ক্ষমা চাইছেন। কিন্তু সলমন তাতে ভ্রুক্ষেপ না করে নিজের কাজ করতে থাকেন। সাফসাফাই করতে থাকেন। এখানেই শেষ নয়, পরে টিভিতে বাড়ির সদস্যরা ক্ষমা চাইলেও সলমন তাঁদের ক্ষমা করেননি। বরং তিনি সাফ জানান প্রতিযোগীদের এমন কাজ মানুষ একেবারেই পছন্দ করছেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Salman Khan

Recent Posts