Entertainment

বিগ বসে সলমন খানের পারিশ্রমিক জানলে ভিরমিও খেতে পারেন

Published by
News Desk

বিগ বস ১৩ নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। বিদেশি শোয়ের নকলে ভারতেও শুরু হয়েছিল বিগ বস। বিগ বসের ঘরে থাকতে শুরু করেন অনেকে। আর সেখানেই তাঁর সব গতিবিধির ওপর চলে নজরদারি। মানুষও দেখেন সবকিছু। গুটি গুটি পায়ে এগিয়ে এখন বিগ বস ১৩ চলছে। তা নিয়েও মানুষের উৎসাহে এতটুকু খামতি নেই। এই বিগ বসের হোস্ট হলেন সুপারস্টার সলমন খান। সকলেই জানেন প্রতি এপিসোডে সলমন খানের কাজ কতটা। শোতে কী করেন তিনি। কিন্তু এটা জানেন না প্রতি এপিসোডে সলমন তাঁর কাজের জন্য কত টাকা পারিশ্রমিক নেন। যা জানলে বহু মানুষ ভিরমিও খেতে পারেন।

বিগ বস এবার কিছুটা বর্ধিত হয়েছে। ফলে এপিসোড বেড়েছে। এতদিন সলমন খান প্রতি এপিসোড পিছু পাচ্ছিলেন সাড়ে ৬ কোটি টাকা! এবার বিগ বস বর্ধিত হওয়ার পর তাঁরও পারিশ্রমিক বাড়ছে। ভাবছেন সাড়ে ৬ কোটি প্রতি এপিসোডের পরও পারিশ্রমিক বাড়ছে! অসমর্থিত সূত্র মারফত সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে সলমন খান নাকি এবার পেতে চলেছেন সাড়ে ৮ কোটি টাকা। তাও প্রতি এপিসোড পিছু! বিগ বস বর্ধিত হওয়ায় তাঁর পারিশ্রমিক একলাফে ২ কোটি টাকা বেড়েছে!

সাড়ে ৬ কোটি পাচ্ছিলেন। এখন পাবেন সাড়ে ৮ কোটি টাকা। ফলে হিসাব বলছে একটি বিগ বস সিজনের জন্য সলমন খান ২০০ কোটি টাকা বাড়িতে নিয়ে যাবেন। প্রসঙ্গত জানুয়ারিতেই শেষ হওয়ার কথা ছিল বিগ বস ১৩-র। তবে তা বর্ধিত হচ্ছে। শোনা যাচ্ছে, কালারস চ্যানেল ও বিগ বসের প্রযোজক সলমন খানকেই এই শোয়ের হোস্ট করে রাখতে চান। তাই সলমনের পারিশ্রমিক ২ কোটি টাকা করে বৃদ্ধিও মেনে নিয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Salman Khan

Recent Posts