Entertainment

রানু মণ্ডলকে ফ্ল্যাট উপহার নিয়ে মুখ খুললেন সলমন খান

Published by
News Desk

ইন্টারনেটে তোলপাড় ফেলা রাণাঘাটের রানু মণ্ডল এখন ভারত বিখ্যাত। বিশেষত লতা মঙ্গেশকরের গান গেয়ে তিনি ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছেন। ভগবান প্রদত্ত প্রতিভা বলে ব্যাখ্যা করে রানু মণ্ডলকে দিয়ে সিনেমায় ২টি গানও গাইয়ে ফেলেছেন গায়ক-সুরকার হিমেশ রেশমিয়া। রানু মণ্ডলের গলা নিয়ে তিনি উচ্ছ্বসিত। রানু মণ্ডলের রাতারাতি সেলেব্রিটি হয়ে ওঠার গল্প এখন সকলের জানা। সেই সঙ্গে অনেকেই জানেন যে বলিউড সুপারস্টার সলমন খান রানুকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন।

রানু মণ্ডলের গান শুনে তাঁকে ৫৫ লক্ষ টাকা দামের একটি ফ্ল্যাট নাকি সলমন খান উপহার দিয়েছেন। এই খবর ইন্টারনেটে হুহু করে ছড়িয়ে পড়ে। এখনও অনেক জায়গায় তা ঘুরে বেড়াচ্ছে। ফলে অনেকেই জানেন যে সলমন খানও রানুর ভক্ত। তিনি একটি ফ্ল্যাট তাঁকে উপহার দিয়েছেন। কিন্তু সত্যিই কী দিয়েছেন? এই প্রশ্ন নিয়েই সলমন খানের সঙ্গে কথা বলে সংবাদ সংস্থা আইএএনএস।

সংবাদ সংস্থাকে সলমন খান সাফ জানিয়েছেন, তিনি যা করেননি তার কোনও বাহবাও তিনি নিতে চান না। তিনি নিজেও শুনেছেন যে তিনি নাকি রানু মণ্ডলকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। কিন্তু তা সত্যি নয়। তিনি এমনকিছুই করেননি। সলমন খান নিজে মুখেই পরিস্কার করে দেন যে ফ্ল্যাট দেওয়ার কথা একটা মন গড়া কাহিনি। যা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts