Entertainment

জন্মদিনে বান্ধবীকে বহুমূল্য উপহার দিলেন সলমন খান

Published by
News Desk

গত বুধবার সলমন খানের বান্ধবী লুলিয়ার আরও ১ বছর বয়স বাড়ল। জন্মদিনে অনেকেই অনেক উপহার দিয়েছেন তাঁকে। তবে তাঁর বোধহয় সবচেয়ে বেশি নজর ছিল সলমন খান তাঁকে কী উপহার দেন সেদিকে। শোনা যাচ্ছে সেই উপহার নাকি অত্যন্ত মহার্ঘ্য বস্তু। একটি হিরের আংটি। তবে সলমন খানের জন্য হিরের আংটির মূল্য বড় বিষয় না হলেও আংটি দেওয়া নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে।

এখন কিছুই পরিস্কার নয় যে সলমন বান্ধবীকে ঠিক কী উপহার দিয়েছেন। তবে এমন শোনা যাচ্ছে যে সলমন খানকে এই হিরের আংটির বিষয়টি মাথায় ঢুকিয়েছেন তাঁর মা সালমা খান। তিনিই নাকি ছেলেকে বলেছেন লুলিয়ার জন্মদিনে তাঁকে একটি গয়না উপহার দিতে। আর বিয়ে না হলে কোনও বান্ধবীকে আংটি উপহার একটা অন্য বার্তা বহন করে বইকি!

লুলিয়া রোমানিয়ার একজন অভিনেত্রী। তিনি ভাল গানও করেন। এই রোমানিয়ান বান্ধবীকে নিয়েই এখন সলমনকে অধিকাংশ জায়গায় দেখতে পাওয়া যায়। যদিও দুজনের কেউই তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে সর্বত্র তাঁদের একসঙ্গে দেখে এখন টিনসেল টাউনে সকলে ধরেই নিয়েছেন সলমন-লুলিয়া প্রেম দারুণ জমে উঠেছে। যদিও পুরোটাই হাওয়ায় ভাসছে। সলমন এখন ব্যস্ত ‘দাবাং ৩’-এর শ্যুটিংয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Salman Khan

Recent Posts