Entertainment

মোদীকে অভিনন্দন জানিয়ে জামা খুললেন সলমন খান

Published by
News Desk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপুল জয়ের জন্য দেশ বিদেশ থেকে সুনামির মত আছড়ে পড়ছে অভিনন্দনের বন্যা। হুজ হু থেকে সাধারণ মানুষ সকলেই নিজের মত করে অভিনন্দন ব্যক্ত করছেন। বৃহস্পতিবারই বিজেপির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যুইটারে অভিনন্দন জানান সলমন খান। দ্বিতীয় বারের জন্য তাঁর বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান এই বলিউড সুপারস্টার। একটি শক্তিশালী ভারত গড়তে তিনি প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন বলেও জানিয়ে দেন সলমন।

এই ট্যুইটের পর অন্য একটি ট্যুইট করেন সলমন। সেখানে জামা খুলে তাঁর একটি ছবি দেন। ছবির তলায় লেখেন, খবর দেখছি…স্বচ্ছ ভারত, ফিট ভারত। দেশবাসীকে স্বচ্ছ ভারত ও ফিট ভারতের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। সলমন খান অভিনীত সিনেমা ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’-য় একটি গান ছিল ‘ওহ ওহ জানে জানা’। সেই জনপ্রিয় গানের দৃশ্যে সলমন খালি গায়ে নাচেন। সলমনের খালি গায়ে সেই ছবি বহুকাল বিভিন্ন পোস্টারেও জায়গা পেয়েছে। সেই খালি গা-য়ে ফের সলমন সামনে এলেন এদিন।

সলমন খালি গায়ে ছবি পোস্ট করার পরই কমেন্টের বন্যা বইতে শুরু করে। অভিনেতা বরুণ ধাওয়ান লেখেন, ভাইয়ের ১৮ বছর বয়স হল। সলমনের ভগ্নীপতি আয়ূশ শর্মা লেখেন, ভাই ইজ ব্যাক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Salman Khan

Recent Posts