Entertainment

২ মাসের জন্য স্বস্তিতে সলমন খান

Published by
News Desk

জুলাইয়ের ১৭ তারিখ পরবর্তী শুনানি। ২ মাসের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউড তারকা সলমন খান। ১৯৯৮ সালে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গত ৫ এপ্রিল যোধপুরের নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন বলিউড তারকা সলমন খান। আদালত তাঁর ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে যোধপুর সেশন কোর্টে জামিনের আর্জি দাখিল করেন বজরঙ্গি ভাইজানের আইনজীবীরা। ২ রাত যোধপুর সেন্ট্রাল জেলে কাটানোর পর ৭ এপ্রিল তাঁকে জামিন দেয় যোধপুর সেশন কোর্ট।

সোমবার ছিল সেই জামিনের আবেদনের শুনানি। যা ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করে দিলেন বিচারক। গত রবিবার রাতেই মুম্বই থেকে যোধপুরে এসে পৌঁছান সলমন। সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। সলমনের আইনজীবী মহেশ বোরা সওয়াল শুরু করার জন্য সময় চাওয়ায় বিচারক চন্দ্রকুমার সাঙ্গারা শুনানি স্থগিত করে দেন। আপাত স্বস্তির নিঃশ্বাস ফেলেন সলমন।

Share
Published by
News Desk