Categories: National

ফের বিতর্কে সলমন খান

Published by
News Desk

সুলতানের শ্যুটিংয়ের পর কুস্তির রিং থেকে বার হওয়ার সময় নিজেকে ধর্ষিতা নারীর মত মনে হত তাঁর। ভাল করে হাঁটতে পারতেন না। বলিউড তারকা সলমন খানের এই মন্তব্য ঘিরে তোলপাড় গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় প্রবল ধিক্কার আছড়ে পড়েছে। অবিলম্বে সলমনকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। ক্ষমা চাওয়ার জন্য সাতদিন সময় বেঁধে দিয়েছে তারা। এদিকে বলিউড থেকে টলিউড, সর্বত্রই মহিলা অভিনেত্রীদের সুখে সলমনের বক্তব্য নিয়ে সমালোচনা ধরা পড়েছে। এদিকে অবস্থা বেগতিক বুঝে তড়িঘড়ি ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন সলমনের বাবা সেলিম খান। তাঁর ছেলে যে মন্তব্য করেছে তা সম্পূর্ণ ভুল বলে মেনে নিয়েছেন তিনি। শুধু নিজে নয়, সলমনের বক্তব্যের জন্য গোটা পরিবারের তরফেও ক্ষমা চেয়েছেন সলমন ‘দাবাং’ খানের পিতা। এদিকে শ্যুটিংয়ের সময়ের পরিশ্রমকে ব্যাখ্যা করতে গিয়ে একটি সাক্ষাৎকারে সলমনের এহেন মন্তব্যের পর বিতর্কের ঝড়ে পড়ে আপাতত মৌনব্রত অবলম্বন করেছেন সলমন।

Share
Published by
News Desk