Entertainment

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানের ৫ বছরের কারাদণ্ড

Published by
News Desk

যোধপুর সেন্ট্রাল জেলেই যেতে হচ্ছে বলিউড তারকা সলমন খানকে। যোধপুর আদালতে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তাঁকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এদিন সকালেই কৃষ্ণসার হরিণ হত্যায় দোষী সাব্যস্ত হন সলমন খান। সেদিন তাঁর সঙ্গে থাকা তাবু, নীলম, সোনালি বেন্দ্রে ও সইফ আলি খানকে যদিও বেকসুর খালাস করে আদালত। ফলে এদিন একমাত্র দোষী সাব্যস্ত হন সলমন। এরপরই অধীর অপেক্ষা ছিল তাঁর কতদিনের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। দুপুরে সেটাও পরিস্কার হয়ে গেল। সলমন খানকে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদালত।

এদিন সাজা ঘোষণার পরই সলমন খানকে জেলে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। সেই জেলে যেখানে এখন রয়েছে স্বঘোষিত আধ্যাত্মিক গুরু আসারাম বাপু। এদিকে সাজা ঘোষণার আগে পর্যন্ত জানা গিয়েছিল যে যদি সলমন খানের সাজা ৩ বছর পর্যন্ত পর্যন্ত হয় তবে এই আদালতেই তিনি জামিনের আর্জি জানাতে পারবেন। কিন্তু যদি সাজার মেয়াদ ৩ বছরের বেশি হয় তবে জামিনের আর্জি দায়রা আদালতে জানাতে হবে। সেখানেই সিদ্ধান্ত হবে তিনি জামিন পাবেন কিনা। ফলে সাজা ঘোষণার পরই সলমন খানের আইনজীবীরা দায়রা আদালতে জামিনের আবেদনের আর্জির বন্দোবস্ত শুরু করেন।

Share
Published by
News Desk