Entertainment

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত সলমন খান

Published by
News Desk

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন সলমন খান। একই মামলায় অভিযুক্ত সইফ আলি খান, তাবু, নীলম ও সোনালি বেন্দ্রে বেকসুর খালাস পেলেন। বৃহস্পতিবার সকাল থেকে ভিড়ে ঠাসা ছিল যোধপুর আদালত। কালো পোশাকে নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে এদিন আদালত চত্বরে উপস্থিত হন সলমন। তার কিছুক্ষণ পরেই বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯/৫১ নম্বর ধারায় দোষী সাব্যস্ত হন তিনি।

১৯৯৮ সালে সলমন, সইফ, তাবু, নীলম ও সোনালি হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ে যোধপুর গিয়েছিলেন। অভিযোগ, শ্যুটিং চলাকালীন কাঙ্কানি গ্রামে ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় সলমন কৃষ্ণসার হরিণ শিকার করেন। সেই অভিযোগের ভিত্তিতে ১৯ বছর ধরে চলছিল মামলা। গত ২৮ মার্চ নিম্ন আদালতে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শেষ হয়।

Share
Published by
News Desk