Entertainment

সলমনের অরিজিৎ ‘অ্যালার্জি’, ফের প্রভাব খাটিয়ে বাদ দেওয়ালেন গান

Published by
News Desk

সম্পর্ক তলানিতে ঠেকেছিল একসময়ে। তারপর ফেসবুকে সলমনের কাছে তাঁর তরফ থেকে ক্ষমাও চেয়ে নেন বাংলার গায়ক অরিজিৎ সিং। সে ২০১৫ সালের কথা। কিন্তু প্রকাশ্যে সোশ্যাল সাইটে ক্ষমা চাওয়া সত্ত্বেও কোনও এক অজানা কারণে অরিজিৎকে চাপার চেষ্টায় ত্রুটি রাখছেন না বলিউড তারকা সলমন খান। অরিজিৎ গান গাওয়ার পরও তাঁর সেই গান ফেলে দিয়ে পাক গায়কদের দিয়ে গানটি গাইয়ে আনছেন সলমন। প্রয়োজক পরিচালকদের নিজের ক্ষমতার জোরে বাধ্য করছেন সেই গানটিকেই সিনেমায় জায়গা দিতে। এসব অভিযোগে এখন সোশ্যাল সাইটে অনেকেরই কড়া কথার মুখে পড়তে হচ্ছে সলমন খানকে। এমনকি সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়ও।

যদিও তাতে সলমনের এই অরিজিৎ ‘অ্যালার্জি’ থামছে না। ফের তিনি অরিজিৎ সিংয়ের গান বাদ দিতে উঠে পড়ে লেগেছেন। সুলতান ছবিতে জগ ঘুমিয়া গানটি অরিজিৎ সিংয়ের গাওয়া ছিল। পরে সলমন খান নিজের প্রভাব খাটিয়ে পাকিস্তানের গায়ক রাহত ফতে আলি খানকে দিয়ে গাইয়ে আনেন। আর সেটাই সিনেমায় জায়গা পায়। টাইগার জিন্দা হ্যায় সিনেমায় দিল দিয়া গানটিও সলমন অরিজিৎ গাওয়ার পর ফের পাক গায়ক আতিফ আসলামকে দিয়ে গাইয়ে আনেন। সেটাই সিনেমায় জায়গা পায়। অরিজিতেরটা নয়। অভিযোগ, ওয়েলকাম টু নিউইয়র্ক সিনেমাতেও অরিজিৎ সিংয়ের গাওয়া গান বাদ দিয়ে দিয়েছেন সলমন খান। স্রেফ নিজের ক্ষমতার জোরে। সলমনের এই আচরণ যদিও ভাল চোখে নিচ্ছেন না অনেকেই। অরিজিৎ ভক্তরা এই নিয়ে তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk