Sports

কমনওয়েলথে সোনা জিতলেন সাক্ষী মালিক

Published by
News Desk

দক্ষিণ আফ্রিকায় ২০১৭-র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের এবারে সোনার কপাল। কুস্তিতে ভারতীয়দেরই জয়জয়কার। একদিকে ৭৪ কেজি ফ্রি স্টাইল পুরুষ বিভাগে সোনা জিতে রাজকীয় প্রত্যাবর্তন হল সুশীল কুমারের। অন্যদিকে একই প্রতিযোগিতায় ৬২ কেজি ফ্রি স্টাইল মেয়েদের বিভাগে দঙ্গল দেখালেন ভারতের সাক্ষী মালিক। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ টায়লা তুয়াহিনকে ১৩-২ ব্যবধানে হেলায় হারিয়ে দিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী।

প্রতিযোগিতায় শেষ লড়াইয়ে প্রতিপক্ষকে কার্যত ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই দেননি তিনি। ট্যুইট করে নিজের সাফল্যের কথা দেশবাসীকে জানিয়েছেন ভারতের সোনার মেয়ে সাক্ষী।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk
Tags: Sakshi Malik

Recent Posts