Categories: Sports

সাক্ষীর সম্বর্ধনায় ত্রুটি রাখল না হরিয়ানা

Published by
News Desk

পিভি সিন্ধুর পর এবার সাক্ষী মালিক। ভারতের দ্বিতীয় পদকজয়ীকে বুধবার সম্বর্ধনা দিল হরিয়ানা সরকার। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। বুধবার ভোরে রিও থেকে হরিয়ানায় পা রাখেন সাক্ষী। রিওর বিমানে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ। বিমানবন্দরেই সাক্ষীকে উষ্ণ অভ্যর্থনা জানান হয়। সেখান থেকে সোজা সাক্ষীকে নিয়ে বিশাল কনভয় হাজির হয় ঝাঁঞ্ঝর জেলার বাহাদুরপুরে। সেখানে সাক্ষীকে অভিনন্দন জানাতে হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। মহিলাদের কুস্তিতে ব্রোঞ্জজয়ী বছর ২৩-এর সাক্ষীর হাতে আড়াই কোটি টাকার চেক তুলে দেন তিনি। বিশাল সম্বর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ভারতের দুই কন্যা, পিভি সিন্ধু ও সাক্ষী মালিক দেশের মুখ উজ্জ্বল করেছেন। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ উদ্যোগে হরিয়ানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও এদিন সাক্ষী মালিকের নাম ঘোষণা করেন খট্টর। এছাড়া হরিয়ানার রাজ্য সরকারি দফতরে দ্বিতীয় শ্রেণির কর্মী হিসাবে সাক্ষীকে চাকরির অফারও দেন মুখ্যমন্ত্রী। বর্তমানে রেলে কর্মরত সাক্ষী বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

Share
Published by
News Desk
Tags: Sakshi Malik

Recent Posts