National

জীবনহানির আশঙ্কা, আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার লাইসেন্স চাইলেন সাক্ষী

Published by
News Desk

পিস্তল হোক বা রিভলভার। কোনও একটা আগ্নেয়াস্ত্র ভবিষ্যতে সঙ্গে রাখতে চান তিনি। কারণ তাঁকে অনেক সময়েই বাড়িতে একা থাকতে হয়। অনেক সময়ে একাই বাইরে নানা কাজে বার হতে হয়। এতে তিনি প্রাণহানির আশঙ্কা করছেন। সঙ্গে একটা আগ্নেয়াস্ত্র থাকলে তাই ভাল হয়। এই মর্মেই একটি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার লাইসেন্স চেয়ে আবেদন করলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী।

২০০৮ সালে সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখতে চেয়ে লাইসেন্সের আবেদন করেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হয়ে ওঠা ধোনি নিজে। সেই আবেদন নাকচ হয়। পরে ২০১০ সালে তাঁর দ্বিতীয় আবেদন অবশ্য গৃহীত হয়। এবার স্বামীর মতই তিনিও চাইছেন সঙ্গে আলাদা করে একটা আগ্নেয়াস্ত্র রাখতে। তারই লাইসেন্সের জন্য আবেদন করেছেন সাক্ষী। এখন দেখার সাক্ষীর এই আবেদন গৃহীত হয় কিনা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk