National

গেরুয়া শিবিরের নতুন তারকা সাইনা

Published by
News Desk

দিল্লির বিধানসভা নির্বাচনের মুখেই বিজেপিতে যোগ দিলেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টনের অন্যতম মুখ সাইনা নেহওয়াল। দিল্লিতে বিজেপির সদর দফতরে তিনি গেরুয়া শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তাঁকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্য অনেক নেতা। দিল্লিতে প্রচার দিয়েই তাঁর রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন সাইনা।

ভারতের মহিলা ব্যাডমিন্টনকে প্রথম আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন সাইনা। বিশ্ব পর্যায় থেকে বিরল খেতাব জিতে এনেছেন। অলিম্পিকে ভারতের জন্য একটি ব্রোঞ্জ এনে দিয়েছেন। সেই সাইনা এবার শুরু করলেন একদম অন্য লড়াই। দিল্লিতে প্রচারে তারকা মুখ ব্যবহার করা হবে বলে বিজেপির তরফে জানানোই হয়েছিল। সেই তালিকায় এবার বড় চমক হতে চলেছেন সাইনা।

বিজেপিতে যোগ দেওয়ার পর সাইনা জানান তাঁর খুব ভাল লাগছে। রাজনীতির খবরাখবর রাখতে তিনি বরাবরই পছন্দ করেন। এবার প্রত্যক্ষ রাজনীতিতে পা দিয়ে ভালভাবে কাজ করতে চান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কাছে একটা বড় অনুপ্রেরণা। নরেন্দ্র মোদীর কাজ, তাঁর চেষ্টা সাইনাকে টানে বলে জানান তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts