Entertainment

আর মাত্র ২ দিন, খুদে তৈমুরের জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে পতৌদির রাজপ্রাসাদ

Published by
News Desk

পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার ১ বছর পূর্ণ হতে আর মাত্র ২ দিন বাকি। অথচ জনপ্রিয়তার নিরিখে বিশিষ্ট তারকাদের পিছনে ফেলে দিয়েছে সে। জ্ঞান হওয়ার আগেই ১ কোটি ৩০ লক্ষ টাকা দামের গাড়ির মালিকও হয়ে গেছে নবাব-পুত্তুর। তার প্রথম জন্মদিনটাও যে নবাবি মেজাজে সম্পন্ন হবে সেটাই স্বাভাবিক।

ছোট্ট তৈমুর খানকে নিয়ে মা করিনা তাই রওনা দিয়েছেন হরিয়ানার পতৌদি রাজপ্রাসাদে। সঙ্গে গেছেন বাবা সইফ আলি খানও। সেখানে ঘরোয়া পরিবেশে ছোট্ট রাজপুত্তুরের জন্মদিনের উৎসব পালনের দায়িত্ব নিয়েছেন মাসি করিশ্মা কাপুর। এর মধ্যেই পতৌদি প্যালেসকে সাজিয়ে তোলা হয়েছে অভিনব আলোকসজ্জায়। শীতের কামড় থেকে বাঁচতে ব্যবস্থা করা হয়েছে বন ফায়ারের। সেইসব ছবি করিশ্মা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে দিয়েছেন। পরিবারের তরফ থেকে যদিও জানানো হয়েছে ঘনিষ্ঠ আত্মীয়দের মাঝেই পালিত হবে খুদে তারকার জন্মদিন।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts