World

বিশ্ববিখ্যাত মরুভূমিতে বন্যা, জলের তলায় ধূধূ বালির প্রান্তর

মরুভূমি মানেই শুকনো বালির ধূধূ প্রান্তর। একবিন্দু জলও সেখানে দামি। তেমনই এক মরুভূমিতে ২ দিন ধরে চলল টানা বৃষ্টি। হল বন্যা।

Published by
News Desk

মরুভূমিতে বন্যা! শুনে মনে হতে পারে বইয়ের পাতার কোনও কাল্পনিক ঘটনা। কিন্তু এটাই ঘটেছে। তাও আবার বিশ্বের সকলের চেনা সাহারা মরুভূমিতে। শুনে অবাক মনে হলেও সাহারায় টানা ২ দিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে অনেক জায়গায় বালি জলের তলায় চলে গেছে।

অনেক জায়গায় বিশাল বিশাল জলের দিঘি তৈরি হয়েছে। ইরিকুই নামে একটি দিঘি সাহারায় রয়েছে। যা ৫০ বছর আগে সেই যে শুকিয়ে গিয়েছিল জলের অভাবে, তা ৫০ বছরে শুকনোই পড়েছিল।

৫০ বছর পর সেই ইরিকুই দিঘিতে এখন জল টলটল করছে। বালির পাহাড় আর মাঝে মাঝে খেজুর গাছের সাহারা মরুভূমিতে নীল জলের খাঁড়ি তৈরি হয়েছে। অনেক জায়গাই বানভাসি চেহারা নিয়েছে।

প্রবল বৃষ্টিতে মরক্কোর দক্ষিণ প্রান্তে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সারাবছরে সেখানে যে পরিমাণ বৃষ্টি হয়, মাত্র ২ দিনে তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আলজেরিয়া ও মরক্কো মিলিয়ে প্রবল বন্যায় ২০ জনের জীবনহানি হয়েছে।

এর আগে টানা ৬ বছর ধরে এই অঞ্চল ভয়ংকর খরার মুখে পড়েছিল। অনেক কৃষক জমি ছেড়ে পরিবার নিয়ে বাঁচার জন্য অন্যত্রও পাড়ি দিয়েছিলেন। মরক্কো সরকারের তরফ থেকেও বিশেষ অনুদানের ঘোষণা হয়েছিল।

সেই জায়গায় এভাবে ২ দিনের টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতি আবহাওয়ার চরম খামখেয়ালিপনার পরিচয় দিল। একদিকে অ্যামাজনের বৃষ্টি অরণ্যে খরা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। অন্যদিকে সাহারা মরুভূমিতে এমন বৃষ্টি হল যে সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হল। এ প্রকৃতির কোন ইঙ্গিত! চিন্তায় বিজ্ঞানীরাও।

Share
Published by
News Desk

Recent Posts