Sports

ষষ্ঠ ভারতীয় হিসাবে বিরল সম্মানে সম্মানিত শচীন তেন্ডুলকর

Published by
News Desk

শচীন তেন্ডুলকরের মুকুটে নতুন পালক। এবার আইসিসি হল অফ ফেম-এর তালিকায় জায়গা পেলেন তিনি। ক্রিকেটারদের জীবনে এটা অন্যতম বিরল সম্মান। বহু স্বনামধন্য ক্রিকেটারই এই সম্মান অর্জন করতে পারেননি। শচীন তেন্ডুলকর হলেন ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার যিনি এই সম্মান পেলেন। এর আগে বিষেণ সিং বেদী, সুনীল গাভাস্কার, কপিল দেব, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় এই বিরল সম্মানে ভূষিত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শচীন তেন্ডুলকর।

শচীন এই সম্মানে ভূষিত হওয়ার পর জানান, তিনি এই সম্মান পেয়ে সম্মানিত। এই সম্মান সময়ের পর সময় ধরে ক্রিকেটারদের ক্রিকেটের প্রতি অবদানকে সম্মান জানায়। তিনি এই সম্মানে ভূষিত হয়ে খুশি। প্রসঙ্গত ২০১৩ সালের নভেম্বরে ক্রিকেট থেকে অবসর নেন শচীন। তাঁর টেস্ট ক্রিকেটে ১৫ হাজার ৯২১ রান রয়েছে। একদিনের ক্রিকেটে ১৮ হাজার ৪২৬ রান রয়েছে।

শচীন তেন্ডুলকর ছাড়াও আরও দুজনের নাম হল অফ ফেম-এর জন্য ঘোষণা করেছে আইসিসি। একজন হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেস বোলার অ্যালান ডোনাল্ড। অন্যজন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের পেসার ক্যাথরিন ফিজপ্যাটরিক। বিখ্যাত পেস বোলার ডোনাল্ডকে বলা হয় শ্বেত বজ্রপাত। এতটাই ভয়ংকর ছিল তাঁর বলের গতি। ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট খেলার ছাড়পত্র পায়। তারপর দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সেরা শক্তি হিসাবে উঠে এসেছিলেন ডোনাল্ড। তাঁর বোলিংকে ভয় পেতে শুরু করেছিলেন অনেক ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার মহিলা ফাস্ট বোলার ক্যাথরিন ফিজপ্যাটরিক চিরকাল অজি মহিলা ক্রিকেটের উজ্জ্বল নাম হয়ে থেকে যাবেন। তাঁর বোলিং আক্রমণ অস্ট্রেলিয়া মহিলা দলকে ২ বার বিশ্বকাপ জিততে প্রভূত সাহায্য করেছিল। ক্যাথরিনের বল অন্য দলের জন্য আতঙ্কের ছিল। ১০৯টি একদিনের ম্যাচ খেলে ১৮০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ১৩টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। পেয়েছেন ৬০টি উইকেট। অজি মহিলা ক্রিকেটে তাঁর অবদান চিরকাল থেকে যাবে। ১৬ বছর দেশের হয়ে ক্রিকেট খেলেছেন ক্যাথরিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts