Sports

ধোনির সমালোচনা করে প্রবল সমালোচনার মুখে শচীন

Published by
News Desk

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যাটিং নিয়ে রীতিমত সমালোচনা হয়েছে। সেই সমালোচকদের মধ্যে একজন শচীন তেন্ডুলকর। তিনি সরাসরি মহেন্দ্র সিং ধোনির সমালোচনা করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শচীন জানান, মহেন্দ্র সিং ধোনির উচিত ছিল আরও ভাল ব্যাটিং করা। তাঁর মত সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে এটাই কাম্য বলে জানান শচীন। ধোনির ধীরে ব্যাটিং দেখে তিনি কিছুটা হতাশ বলেও জানান মাস্টার ব্লাস্টার।

আফগানিস্তানের বিরুদ্ধে ধোনি ৫২ বলে করেন ২৮ রান। ধোনির এই স্লো ব্যাটিংয়ের কারণেই ভারতের মিডল অর্ডার রান সেই হারে তুলতে অক্ষম হয় বলে মনে করছেন শচীন। তাঁর মতে, যেখানে ধোনির সঙ্গে কেদার ব্যাট করছিলেন, তখন কেদার অবশ্যই চাপে ছিলেন। তিনি বিশ্বকাপের মত বড় মঞ্চে বিশেষ খেলেননি। ফলে সেখানে ধোনির মত সিনিয়র যদি তাঁর পাশে ঠিকমত থাকতেন তবে কেদারের সুবিধা হত। মোটকথা ধোনির ব্যাটিংয়ের প্রবল সমালোচনাই করেছেন শচীন।

শচীন তেন্ডুলকরের এই ধোনি সমালোচনা সামনে আসতেই সোশ্যাল সাইটে শচীনকে পাল্টা আক্রমণ শুরু হয়। এমনকি শচীন নিজে খেলার সময় কেবল নিজের কথা ভাবতেন বলেও দাবি করেন অনেকে। অনেকের দাবি শচীন আপাদমস্তক একজন স্বার্থপর খেলোয়াড়। এভাবে নানা জন নানা ভাবে সমালোচনা করেন শচীনের। সাধারণত যে কোনও বিতর্ক থেকে শচীন তেন্ডুলকরকে দূরেই থাকতে দেখা গেছে। সেই শচীন তেন্ডুলকর এদিন কিন্তু ধোনিকে সমালোচনা করতে গিয়ে নিজেই প্রবল সমালোচনার মুখে পড়লেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts