Sports

যুবভারতী থেকে কলকাতা ম্যারাথনের সূচনা করবেন শচীন তেন্ডুলকর

Published by
News Desk

আগামী ৩ ফেব্রুয়ারি কলকাতা ফুল ম্যারাথনের সূচনা করতে শহরে আসছেন ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকর। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ফ্ল্যাগ উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করবেন তিনি। এবার এই ম্যারাথনে অংশ নিচ্ছেন ৫০০ জন প্রতিযোগী। এছাড়া হাফ ম্যারাথনে অংশ নেবেন ৩ হাজার প্রতিযোগী বলে উদ্যোক্তা বীমা সংস্থার তরফে জানানো হয়েছে।

গতবারের বিজয়ী অঞ্জলি সারাওগি এবারও অংশ নেবেন বলে জানিয়ে দিয়েছেন। প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য থাকছে ৬ লক্ষ টাকা। ওইদিন একটি ‘ফান রান’ ইভেন্টও হবে। সকাল পৌনে ৮টা থেকে সওয়া ৮টা পর্যন্ত হবে এই ইভেন্ট। যেখানে প্রায় ৭ হাজার মানুষ অংশ নেবেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts