Entertainment

চলে গেলেন সঙ্গীত শিল্পী সবিতা চৌধুরী

Published by
News Desk

স্বামীর নাম সলিল চৌধুরী। এটা তাঁর অন্যতম পরিচয় হলেও, এই পরিচয়ে তাঁকে জনমানসে ছাপ ফেলতে হয়নি। মানুষের মনে তিনি নিজ গুণেই চিরদিন অমর হয়ে থাকবেন। তিনি সবিতা চৌধুরী। নিজ বাসভবনে ৭২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। পৃথিবী ছেড়ে চলে গেলেন বটে, তবে রেখে গেলেন নিজের গলাখানি। যে গান বাংলা সঙ্গীত জগতে নিজের জায়গায় চিরদিন অমলিন হয়ে থাকবে। শুধু বাংলাই নয়, হিন্দি সিনেমার গানেও প্লেব্যাক করেছেন সবিতা চৌধুরী। গেয়েছেন স্বামীর সুর করা বেশ কয়েকটি গান। হলুদ গাঁদার ফুল, সুরের এই ঝরঝর ঝরনা, প্রজাপতি প্রজাপতি, বিশ্বপিতা তুমি, আরও অনেক।

গত জানুয়ারিতে ফুসফুস ও থাইরয়েড গ্লান্ডে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বই। মে মাসে ফের কলকাতার বাড়িতে ফিরিয়ে আনা হয় তাঁকে। তারপর থেকে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। সেটাই ছিল তাঁর ইচ্ছা। অবশেষে এদিন বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সবিতা চৌধুরী। রেখে গেলেন ৪ সন্তানকে। অন্তরা, সঞ্চারী, ববি ও সঞ্জয়। এঁদের মধ্যে অন্তরা চৌধুরী সঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা লাভ করেছেন।

Share
Published by
News Desk

Recent Posts