Categories: World

আনুষ্ঠানিকভাবে বাতিল সার্ক সম্মেলন

Published by
News Desk

আনুষ্ঠানিকভাবে ১৯ তম সার্ক সম্মেলন বাতিল করল ইসলামাবাদ। আগামী ১৬ নভেম্বর থেকে ইসলামাবাদে বসার কথা ছিল সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির। কিন্তু উরি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দেন তিনি সার্ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে যাবেন না। ভারতের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে আফগানিস্তান, ভুটান ও বাংলাদেশও জানিয়ে দেয় তারাও ইসলামাবাদে সার্ক সম্মেলনে অংশ নিচ্ছে না। শুক্রবার সেই তালিকায় নাম লেখায় শ্রীলঙ্কাও। দেরিতে হলেও শ্রীলঙ্কা জানিয়ে দেয় তারাও ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করছে। ৮ রাষ্ট্রের সার্ক সম্মেলনে ৫টি দেশ না করার পর পাকিস্তান বেশ বুঝতে পারে তারা ক্রমশ দক্ষিণ এশিয়ায় একঘরে হয়ে পড়েছে। ফলে সার্ক সম্মেলন বাতিল করা ছাড়া ইসলামাবাদের আর কিছু করার ছিলনা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এদিকে সার্ক সম্মেলন বাতিল হওয়ার জন্য ভারতকেই কাঠগড়ায় চাপিয়েছে পাকিস্তান। ১৯ তম সার্ক সম্মেলন কবে হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।

Share
Published by
News Desk