Sports

রাতে বাইক নিয়ে কেকেআর অধিনায়কের স্ত্রীর পথ আটকাল ২ তরুণ

রাস্তার ওই অংশটা তখন ফাঁকাই ছিল। কেকেআর অধিনায়কের স্ত্রী বাড়ি ফিরছিলেন। সেই সময় ২টি বাইকে চেপে এসে তাঁর পথ আটকায় ২ তরুণ।

Published by
News Desk

ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ৮টা। খুব রাত নয় ঠিকই তবে রাস্তার ওই অংশটা ফাঁকাই ছিল। সেই পথ ধরেই বাড়ি ফিরছিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রাণার স্ত্রী। তিনি তাঁর নিজের কাজ থেকে বাড়ি ফিরছিলেন।

এমন সময় তিনি লক্ষ্য করেন তাঁর গাড়ির পিছু ধাওয়া করেছে ২টি বাইকে থাকা ২ তরুণ। ট্রাফিক সিগনালে তাঁর গাড়ি দাঁড়ানোর পর তাঁর গাড়িকে টপকে বাইক ২টি রাস্তা আটকে দাঁড়ায়।

তারপর গাড়ির সামনের অংশ চেপে ধরে। স্বাভাবিকভাবেই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন নীতীশের স্ত্রী সাচি মারওয়া। ঘটনাটি ঘটে দিল্লির কীর্তি নগর এলাকায়।

সাচি পুলিশে খবর দেন। এদিকে কিছুটা উত্যক্ত করার পর ওই ২ তরুণ সেখান থেকে চলে যায়। পরে পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে।

আর সেখানেই নজরে আসে ২ তরুণের মুখ। ১৮ বছরের ২ তরুণকে চিহ্নিত করে তাদের দিল্লির প্যাটেল নগর থেকে গ্রেফতার করে পুলিশ।

নীতীশের স্ত্রী অবশ্য পুলিশের তরফ থেকে প্রথমে অসহযোগিতার দাবি করেছেন। তাঁর দাবি পুলিশ তাঁর কাছ থেকে অভিযোগ শোনার পর বিষয়টি ছেড়ে দিতে বলে।

তাঁকে বলা হয় যখন তাঁর সঙ্গে কিছু হয়নি, তিনি বাড়ি ভালভাবে ফিরে যেতে পেরেছেন, তখন বিষয়টি নিয়ে আর এগোনোর দরকার নেই। পরে অবশ্য পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts