World

রাশিয়ায় মেট্রোয় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১০

Published by
News Desk

রাশিয়ার দ্বিতীয় প্রধান শহর হিসাবে পরিচিত সেন্ট পিটার্সবার্গে মেট্রোর কামরায় জোড়া বিস্ফোরণে মৃত্যু হল ১০ জনের। এটা প্রাথমিক রিপোর্ট। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। তবে ঠিক কী কারণে এই জোড়া বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। যে ছবি পাওয়া গেছে তাতে দেখা গেছে ট্রেনের একটি কামরার দরজা বিস্ফোরণে দুমড়েমুচড়ে গেছে। বিস্ফোরণের পর গোটা স্টেশন ধোঁয়ায় ভরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিস্ফোরণের জেরে উত্তর রাশিয়ার এই শহরের ৭টি মেট্রো স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে সন্ত্রাসবাদী কার্যকলাপ তত্ব তিনি উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন। রাশিয়ায় এর আগে চেচনিয়ান বিদ্রোহীরা নাশকতা চালিয়েছে। এদিনের মেট্রোয় বিস্ফোরণে তাদেরই হাত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk