Categories: World

ভূমিকম্পে কাঁপল রাশিয়া

Published by
News Desk

মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা পেনিনসুলার আশপাশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। ভোররাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখনই আচমকা কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানান হয়েছে, মাটির ১৮ মাইল নিচে ছিল কম্পনের কেন্দ্র। ৩ লক্ষ মানুষের বাস কামচাটকায়। সুনামী হলে বড় ধরণের ক্ষতি হতে পারত। কিন্তু সে সম্ভাবনা নেই বলে জানান হয়েছে। এদিকে ভূমিকম্পের জেরে কিছু বাড়িতে ফাটল দেখা দিলেও এর বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Share
Published by
News Desk