World

নির্দিষ্ট দিনে স্বামীস্ত্রীদের মিলনের জন্য ছুটি দেয় সরকার, এমনও দিন রয়েছে এই দেশে

বিভিন্ন দেশেই বছরের বিভিন্ন দিন ছুটি থাকে নানা কারণে। প্রথম বিশ্বের একটি দেশে ১২ সেপ্টেম্বর ছুটি থাকে। কারণটা অবশ্য যে কোনও মানুষকে হতবাক করে দিতে পারে।

Published by
News Desk

কোনও মহান ব্যক্তিত্বের জন্মদিন, কোনও উৎসব, কোনও আধ্যাত্মিক উৎসব, প্রথা পালন বা অন্য অনেক কারণে বিভিন্ন দেশে বছরের বেশ কয়েকটা দিন ছুটি থাকে। তা দেশ ভেদে আলাদা হয়। তবে কারণ মোটামুটি এরমধ্যেই ঘোরাঘুরি করে।

তবে রাশিয়ায় ১২ সেপ্টেম্বর যে ছুটি পালিত হয় তা কোনও চেনা পরিচিত কারণে থাকেনা। কোনও উৎসব বা মহান ব্যক্তির জন্মদিন বা কোনও সনাতনি প্রথা পালনের জন্য ওইদিনের ছুটিটা বরাদ্দ নয়। তাহলে কেন ছুটি? সে কারণ জানলে অনেকেই বিশ্বাস করতে পারবেননা।

রাশিয়ায় ওইদিন ছুটি। কারণ সরকার ওইদিনটা স্বামীস্ত্রীদের নিশ্চিন্তে একান্তে কাটানোর সুযোগ দেয়। শুধু একান্তে কাটানোই নয়, সরকার চায় ওইদিন তাঁরা দৈহিক মিলনের মধ্যে দিয়ে সন্তানধারণের চেষ্টা যেন করেন। সেটাই ছুটির প্রধান কারণ।

এই ছুটি কনসেপশন ডে নামে খ্যাত। প্রতিবছর ১২ সেপ্টেম্বর এই ছুটিটা পান রাশিয়ার মানুষ কারণ সে দেশে নারী পুরুষের অনুপাত নিয়ে চিন্তিত খোদ সরকার। সন্তান হোক, দেশের জনসংখ্যা বৃদ্ধি হোক, এটা চায় রাশিয়ার সরকার।

তাই নিশ্চিন্তে দৈহিক মিলনের জন্য একটা দিন ছুটি ঘোষণা করেছে তারা। ১২ সেপ্টেম্বর এই ছুটি কাটানোর পর যদি তার ৯ মাস পর কোনও দম্পতির সন্তান হয় তাহলে তাঁদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তাঁরা যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের প্রশাসন এই পুরস্কার প্রদানের দায়িত্ব নেয়।

Share
Published by
News Desk
Tags: Russia