SciTech

শুক্রগ্রহে পৌঁছতে পারেনি, ৫৩ বছর পর পৃথিবীতেই আছড়ে পড়ল সোভিয়েত মহাকাশযান

ব্যর্থ হয়েছিল তার অভিযান। শুক্রগ্রহে পৌঁছতেই পারেনি। অযথাই ৫৩ বছর ধরে মহাকাশে ঘুরপাক খাওয়ার পর পৃথিবীতে আছড়ে পড়ল সেটি।

Published by
News Desk

৭০-এর দশকে তৎকালীন সোভিয়েত রাশিয়া ছিল মহাকাশ বিজ্ঞানে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। ১৯৭২ সালে তারা একটি মহাকাশযান পাঠায় যার লক্ষ্য ছিল শুক্রগ্রহে পৌঁছে সেই গ্রহ সম্বন্ধে তথ্য সংগ্রহ করা। সেইমত যানটি মহাকাশে প্রেরণ করা হয়েছিল।

কিন্তু সে মিশন ব্যর্থ হয়। যানটির ইঞ্জিন সঠিক সময়ের আগেই কাজ বন্ধ করে দেয়। ফলে মহাকাশযানটি মোটেও শুক্রগ্রহে পৌঁছতে পারেনি। বরং সেটি পৃথিবীর চারপাশেই কক্ষে অযথা পাক খেতে শুরু করে।

সেই ঘোরা চলছিল তো চলছিলই। ৫৩ বছর পর অবশেষে পাক খাওয়া থামিয়ে যানটি পৃথিবীর দিকে ধেয়ে এল। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস নিশ্চিত করেছে যে সেটি পৃথিবীতে আছড়েও পড়েছে।

প্রথমে মনে করা হয়েছিল যে মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরই জ্বলে শেষ হয়ে যাবে। কিন্তু তা হল না। সেটি এসে আছড়ে পড়ল পৃথিবীর বুকে। যেটা নিয়ে বিজ্ঞানীরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন।

কারণ মহাকাশযানটি পৃথিবীর ঠিক কোথায় আছড়ে পড়বে তা জানা যাচ্ছিল না। সেক্ষেত্রে জনবসতির ওপর পড়লে মানুষের বড় ক্ষতি হতে পারত। কারণ মহাকাশযানটি বেশ ভারী। তার ওজন ৫০০ কেজির মত।

যদিও সেসব ক্ষতি আর হয়নি। কারণ মহাকাশযান আছড়ে পড়ল ভারত মহাসাগরে। মিডল আন্দামান দ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ওপর কসমস ৪৮২ নামে মহাকাশযানটির আছড়ে পড়া নিশ্চিত করেছে রসকসমস।

Share
Published by
News Desk

Recent Posts