World

এমন প্রাণি কেউ দেখেনি, মৎস্যজীবীর জালে পড়ল কখনও না দেখা জীব

এমন মাছ বা জলজ প্রাণি কেউ কখনও দেখেননি। সেই প্রাণিই ধরা পড়ল মৎস্যজীবীর জালে। অনেকেরই দাবি এ প্রাণি পৃথিবীরই নয়।

Published by
News Desk

যত দিন যাচ্ছে এলিয়েন বা ভিনগ্রহী জীবের তত্ত্ব ততই মানুষের মনে জায়গা করে নিচ্ছে। অনেকেই এখন বিশ্বাস করতে শুরু করেছেন পৃথিবীতে ভিনগ্রহীদের যাতায়াত বাড়ছে। নানা এমন ঘটনা ঘটছে, এমন কিছু দেখা যাচ্ছে যা এই ভাবনাকে একটা স্তরে তুলে নিয়ে যাচ্ছে।

যেমন এক মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরার সময় গভীর সমুদ্রে জাল ফেলেন। সেই জালেই জড়িয়ে এক আজব দর্শন প্রাণি উঠে আসে। সারা গা কালচে ধূসর রংয়ের। একটা থলথলে চেহারার প্রাণি।

প্রায় গোলাকার অনেকটা বেলুনের মত ফুলে থাকা। মুখের কাছটা এতটাই অদ্ভুত যে চোখ আটকে যেতে পারে। এমন দেখতে প্রাণি এর আগে কেউ কখনও দেখেননি।

গভীর সমুদ্রে এর কাছাকাছি কিছু প্রাণি আছে। সামুদ্রিক প্রাণি। যারা গভীর সমুদ্রেই থাকতে পছন্দ করে। কিন্তু তাদের চেহারার সঙ্গেও এর পুরো মিল নেই। এই প্রাণিটির ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা।

এ কোন প্রাণি! রাশিয়ার ওই মৎস্যজীবী ওই প্রাণিটি পাওয়ার পর থেকেই অনেকে একে ভিনগ্রহের জীব বলে ধরে নিয়েছেন। তাঁদের বক্তব্য এমন জীব পৃথিবীতে আগে কখনও দেখা যায়নি।

নিশ্চয়ই এরা ভিনগ্রহী। যারা জলের তলায় দিব্যি বসবাস করতে শুরু করেছে। অনেকে তো এতটাই ভয় পেয়েছেন যে অবিলম্বে এটিকে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার জন্য বলেছেন। তবে প্রাণিটি যে একেবারেই অচেনা এবং অদ্ভুতদর্শন তা মেনে নিচ্ছেন সকলেই।

Share
Published by
News Desk
Tags: Russia

Recent Posts