World

ফোয়ারার মত বার হচ্ছে মল, মূত্র, মাখামাখি মানুষ, বাড়ি, রাস্তাঘাট, দোকান

এমন কাণ্ড ছবিতে দেখা আর সেখানে থাকার মধ্যে আকাশপাতাল ফারাক। ফোয়ারার মত ছিটকে বার হচ্ছে মল মূত্র। ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে, রাস্তায়, বাড়ি, গাড়ির ওপর।

Published by
News Desk

কল্পনা করলেও গা ঘিনঘিন করতে পারে। একটি জনবহুল শহর। ব্যস্ত রাস্তা। রাস্তার ধারে বহুতলের সারি। রাস্তায় লাইন দিয়ে গাড়ি। মানুষের যাতায়াত। সেখানে আচমকা আকাশ থেকে ঝরে পড়তে লাগল প্রচুর পরিমাণে মল মূত্র।

সকলে দেখলেন মাটির তলা থেকে বেরিয়ে আসছে কেবল মল ও মূত্রের ফোয়ারা। তার চাপ এতটাই যে ছিটকে বেরিয়ে আকাশের ৩০ মিটার উচ্চতায় পৌঁছে যাচ্ছে। তারপর ছড়িয়ে পড়ছে বাড়ি, গাড়ি, রাস্তাঘাট, দোকানপাটের ওপর।

এভাবে চলতেই থাকছে। মানুষ নাক চেপে ধরেও ভয়ংকর দুর্গন্ধ থেকে রেহাই পাচ্ছেন না। এটি রাশিয়ার মস্কোর নোভায়া মোস্কভা জেলার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়েছে। যদিও সে ছবির সত্যতা নীলকণ্ঠ ডট ইন যাচাই করেনি।

‘দ্যা মিরর’ সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশ পেয়েছে। শহরের মাটির তলা দিয়ে যাওয়া এই পাইপটি দিয়ে শহরের মল মূত্র পরিবাহিত হয়। সেই পাইপটি আচমকাই ফেটে যায়। তারপরই মাটি ফুঁড়ে মল মূত্র ফোয়ারার মত বার হতে থাকে।

যা শহরের একটা অংশকে মল মূত্রে মাখামাখি করে দেয়। পথচলতি মানুষজনও তাতে স্নান করে যান। অসহ্য দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়। যদিও প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।

কিন্তু এভাবে চারিদিকে ছড়িয়ে পড়া মল মূত্র নিমেষে সাফ করা তো সম্ভব নয়। ফলে দুর্গন্ধ থেকে রেহাই মেলেনি। বাড়ি, গাড়ি, দোকানপাট এভাবে সবকিছু মল মূত্রে মাখামাখি হয়ে যাওয়ার যন্ত্রণা ওই অঞ্চলের মানুষ সারাজীবন হয়তো মনে রাখবেন।

Share
Published by
News Desk
Tags: Russia

Recent Posts