World

৭ দানবের রহস্য আজও ভেদ করতে পারলেননা বিজ্ঞানীরা

পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যার সম্বন্ধে বিজ্ঞানও পরিস্কার ব্যাখ্যা দিতে পারেনি। যার একটি অবশ্যই ৭ দানবের রহস্য। যা আজও সকলের কাছে রহস্যই রয়ে গেছে।

Published by
News Desk

পর্যটকেরা যান। দেখে আসেন ৭ দানবকে। যদিও খুবই দুর্গম জায়গায় তাদের বাস। তাদের উচ্চতা ৩০ থেকে ৪২ মিটারের মধ্যে। অতিকায় চেহারা নিয়ে তারা দাঁড়িয়ে থাকে বছরের পর বছর।

মনে করা হয় এদের জন্ম হয়েছে প্রবল ঠান্ডা আর বরফের ছোঁয়ায়। বহু বহু বছর ধরে ঠান্ডার মধ্যে তারা তাদের বর্তমান চেহারা লাভ করেছে। এরা থাকেও প্রায় গায়ে গায়ে ঘেঁষে। ১ জন খালি একটু দূরে।

এই ৭টি আজব দর্শন প্রস্তরখণ্ড মাথা তুলে দাঁড়িয়ে আছে রাশিয়ার ত্রোয়িতস্কো পেচোরস্কি জেলায়। পাহাড়ের উপর এই ৭টি পাথরের স্তম্ভ স্থানীয়দের কাছে খ্যাত ৭ দানব হিসাবে। আবার অনেকে একে লিটল মাউন্টেন অফ গডস বলে থাকেন।

কালচে পাথরের স্তম্ভগুলির সারা গা এবড়োখেবড়ো। কিন্তু একটু দূর থেকে দেখলে মনে হয় যেন কারা দাঁড়িয়ে আছে সারি দিয়ে। তাদের চেহারা এত বিশাল যে মনে হবে দানবরা দাঁড়িয়ে আছে।

যেহেতু ৭টি এমন স্তম্ভ রয়েছে, তাই ৭ দানব বলে এদের ডাকা হয়। রাশিয়ার এই ৭টি কাছে কাছে থাকা প্রস্তর স্তম্ভগুলি আজও বিজ্ঞানীদের কাছে রহস্য।

কেন এমন ৭টি পাথরের স্তম্ভই এখানে তৈরি হল, কবেই বা তৈরি হল তার কোনও ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে নেই। কেউ কি এগুলি তৈরি করেছিল? তারও উত্তর নেই তাঁদের কাছে। তাই ৭ দানব এক দর্শনীয় বিষয় হয়ে থাকলেও তার রহস্য রহস্যই রয়ে গেছে।

Share
Published by
News Desk
Tags: Russia

Recent Posts