SciTech

প্রথমে ফেল, পরে পাশ, ৩ জনকে নিয়ে মহাকাশে সয়ুজ

প্রথমে ডাহা ফেল করেছিল। ফলে ৩ জনের মহাকাশে যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। অবশেষে পাশ করল সয়ুজ। ৩ জনের ২ জন ফিরছেন কয়েকদিনেই।

Published by
News Desk

মহাকাশ বিজ্ঞানে ভারত এখন বিশ্ব মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে। তবে মহাকাশ বিজ্ঞানে রাশিয়া সেই দেশ যারা প্রথম সাফল্যের আস্বাদ পেয়েছিল। সেই অভিজ্ঞ রাশিয়ার সয়ুজ রকেটই মহাকাশে ওড়ার ঠিক আগের মুহুর্তে হোঁচট খেয়েছিল গত বৃহস্পতিবার।

উড়ান বাতিল হয়। ৩ জন নভশ্চরকে নিয়ে উড়ে যাওয়ার সেই চেষ্টা ব্যর্থ হয়। একটি আয়ু শেষ হওয়া ব্যাটারির কারণে এই অভিযানই মুখ থুবড়ে পড়ে। যদিও সেই ধাক্কা সামাল দিতে রাশিয়া ২ দিন নিয়েছে। তারপর সব ঠিক করে সয়ুজ এমএস-২৫ নিশ্চিন্তে উড়ে গেছে মহাকাশে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ট্রেসি ক্যাল্ডওয়েল-ডাইসন, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস-এর ওলেগ নোভিৎস্কি, বেলারুশের নভশ্চর মারিনা ভ্যাসিলেভস্কায়া-কে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছবে সয়ুজ এমএস-২৫।

সেখানে পৌঁছে যাওয়ার পর কিন্তু কেবল ট্রেসি ক্যাল্ডওয়েল-ডাইসন সেখানে কার্যত দীর্ঘ সময়ের জন্য গবেষণার কাজে থেকে যাবেন। আপাতত ৬ মাস ওখানেই থাকবেন তিনি।

মহাকাশ গবেষণা কেন্দ্রে সাধারণভাবে যে নভশ্চরকে পাঠানো হয় তিনি একটা বড় সময়ের জন্যই সেখানে থেকে গবেষণার কাজ করেন। তবে এবার সয়ুজে ডাইসনের সঙ্গে পাড়ি দেওয়া ওলেগ নোভিৎস্কি এবং মারিনা ভ্যাসিলেভস্কায়া সেখানে দীর্ঘ সময় কাটাবেন না।

পৃথিবীর চারধারে প্রদক্ষিণ করতে থাকা মহাকাশ গবেষণা কেন্দ্রে তাঁরা মাত্র ১২ দিন থাকবেন। ৬ এপ্রিল তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk