নদীতে নামা বিমান, ইউটিউব স্ক্রিনগ্র্যাব - @NBCNews
বিমানটি সাধারণ যে যাত্রীবাহী বিমান সকলে দেখে থাকেন তেমনটা নয়। তার চেয়ে ছোট। ৩০ জন যাত্রী ছিলেন বিমানে। আর ছিলেন পাইলটকে নিয়ে ৪ জন বিমানকর্মী। রাশিয়ার এই বিমানটি পোলার এয়ারলাইন্স সংস্থার। মডেল অ্যান্টোনভ-২৪। পোলার বিমান সংস্থার বিমানটি বরফের রাজ্যেই উড়ে যাচ্ছিল।
ইয়াকুটিয়া এলাকার জাইরিয়াঙ্কা বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। সেইমত পাইলট প্রস্তুতি নেন। কিন্তু সমস্যা হয় সাদা রং। গোটা এলাকা পুরু সাদা বরফের চাদরে ঢাকা থাকায় আলাদা করে বিমানবন্দর বোঝা সম্ভব হচ্ছিল না। রানওয়ে তো দেখাই যাচ্ছিল না। এদিকে বিমানবন্দরের কাছ দিয়েই বয়ে গেছে কোলিমা নদী।
রাশিয়ার এই কোলিমা নদীও বরফের চাদরে ঢাকা। জল নেই। সবই বরফ হয়ে গেছে। পুরু বরফের চাদরের কত তলায় জল রয়েছে তা অজানা। আর সেটাই সবচেয়ে ঝুঁকির।
কারণ উপর থেকে সাদা বরফ দেখা গেলেও যদি বরফের চাদর তেমন পুরু না হয় তাহলে কোনও অতি ভারী বস্তুর চাপে বরফে চিড় ধরতে পারে।
পাইলট ভুলে সেই কোলিমা নদীতেই নামিয়ে দেন বিমানটিকে। তাঁর ধারনা ছিল তিনি বিমানবন্দরেই ল্যান্ড করেছেন। যদিও নামার পর ভুল ভাঙতে সময় নেয়নি।
যদিও পরে বিমান সংস্থা জানায় নদীতে নামলেও বিমানটির কোনও ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি কোনও যাত্রীর। পরে সেখান থেকে বিমানটিকে ফের উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তবে রাশিয়ার বিমানের এই বরফ জমা নদীতে অবতরণ খবর হতে সময় নেয়নি।