World

বুকিং পেয়ে একই জায়গায় একসঙ্গে পৌঁছল শতাধিক অ্যাপ ক্যাব, স্তব্ধ রাস্তা

কোথাও যাওয়ার হলে অনেকে এখন অ্যাপ ক্যাব বুক করেন। বুক করলে গ্রাহককে তুলতে নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় গাড়ি। এবার সেই প্রযুক্তি নিয়ে কার্যত ছেলেখেলা হয়ে গেল।

Published by
News Desk

অ্যাপ ক্যাব চালক দেখেন একটি নির্দিষ্ট লোকেশন থেকে তাঁর কাছে রিকোয়েস্ট পৌঁছেছে। তিনি ক্যাব নিয়ে ওই জায়গায় হাজির হন গ্রাহককে তুলতে। কিন্তু গিয়ে দেখেন তাঁর সঙ্গে সঙ্গে আরও অ্যাপ ক্যাব একই জায়গায় পৌঁছচ্ছে। হতে পারে হয়তো একাধিক গ্রাহক ক্যাব বুক করেছেন একই সঙ্গে। হোটেল বলে কথা। সেখান থেকে অনেকে গাড়ি বুক করতেই পারেন।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রত্যেক অ্যাপ ক্যাব চালকের টনক নড়ে। এত অ্যাপ ক্যাব একসঙ্গে একই লোকেশন থেকে বুক করা হয়েছে! এদিকে ততক্ষণে সেখানে পৌঁছে গেছে প্রচুর গাড়ি। সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তা জুড়ে। সকলেই বলছেন তাঁদের কাছে এই লোকেশন থেকেই বুকিং রিকোয়েস্ট এসেছিল। তাই তাঁরা সেখানে হাজির হয়েছেন।

এত ক্যাব ওই রাস্তায় হাজির হয় যে সেখান দিয়ে গাড়ি চলাচল স্তব্ধ হয়ে যায়। এমনকি একটার পিছনে একটা করে ক্যাবগুলিও যেভাবে সেখানে দাঁড়িয়ে পড়ে যে তারা নিজেরাও গাড়ি সরাতে হিমসিম খায়।

সবচেয়ে সমস্যা হয় গ্রাহককে ফোন করেও না পেয়ে। সব ক্যাবের কাছে একজনই রিকোয়েস্ট পাঠিয়েছিল। কিন্তু কে সেই ব্যক্তি? পুলিশ এখনও তাঁর খোঁজ পায়নি। তবে ওই রাস্তা সে ৩ ঘণ্টার জন্য স্তব্ধ করে দেয়।

রাশিয়ার সবচেয়ে বড় অ্যাপ ক্যাব সংস্থা ইয়ানডেক্স ট্যাক্সি। মস্কো শহরের কুতুজোভস্কি প্রোসপেত নামে ব্যস্ত রাস্তায় রয়েছে হোটেল ইউক্রেনা। দেখা গেছে সেখান থেকেই এই ক্যাবগুলিকে অনলাইনে বুক করা হয়েছিল। আর তা করেছিল একজনই। কিন্তু সেখানে তেমন কারও হদিশ মেলেনি।

পুলিশ জানাচ্ছে আসলে এটি হ্যাকারের কাজ। ওই অ্যাপ ক্যাব সংস্থার সিস্টেমে ঢুকে সে এই কাণ্ড ঘটিয়েছে। একই জায়গা থেকে একসঙ্গে এতগুলি রিকোয়েস্ট পাঠিয়ে সে কার্যত রাশিয়ার বিরুদ্ধে একটা সাইবার দাপট দেখাল। কে এই কাণ্ড করেছে তা এখনও জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Russia

Recent Posts