Health

সামনের সপ্তাহ থেকে রাশিয়ায় শুরু গণ টিকাকরণ

রাশিয়ার আমজনতাকে টিকা দেওয়া শুরু করছে পুতিন সরকার। আগামী সপ্তাহ থেকেই এই টিকাকরণ শুরু হবে। ব্রিটেনের সঙ্গে রাশিয়াও আগামী সপ্তাহ থেকে টিকা দেওয়া শুরু করছে।

Published by
News Desk

মস্কো : করোনা অতিমারি ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বের মানুষ একটাই দিকে তাকিয়ে ছিলেন। কবে আসবে টিকা? সেই টিকা যতই সাফল্যের দিকে এগিয়েছে ততই বিশ্ববাসী ভরসা পেয়েছেন। অবশেষে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাধারণ মানুষকে টিকা দেওয়ার কাজ।

গত বুধবার ব্রিটেন প্রথমে ঘোষণা করে তারা আগামী সপ্তাহ থেকে টিকাকরণের কাজ শুরু করছে। ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়ে দেন তাঁদের দেশেই প্রথম সাধারণের দেহে প্রয়োগ হতে চলেছে ফাইজার-এর তৈরি টিকা। ব্রিটেন এই ঘোষণার পরই রাশিয়াও ঘোষণা করে তারাও আগামী সপ্তাহ থেকে তাদের দেশে টিকাকরণ শুরু করে দিচ্ছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিশ্চিত করেছেন যে টিকাকরণ শুরুর জন্য সব প্রস্তুতি চলতি সপ্তাহেই শেষ হবে। তাই আগামী সপ্তাহ থেকে টিকাকরণ শুরু করবেন তাঁরা।

প্রসঙ্গত রাশিয়াই গত অগাস্টে ঘোষণা করে তারা বিশ্বের প্রথম টিকা তৈরি করে ফেলেছে। তার নথিভুক্তিকরণও সেরে ফেলে তারা। তবে সাধারণ মানুষকে তা দেওয়া থেকে বিরত ছিল পুতিন সরকার। বরং টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করতে চাইছিল তারা।

ব্রিটেন ঘোষণা করেছে আপাতত ৮ লক্ষ ডোজ দেওয়া হবে। যা আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হচ্ছে। প্রথমে বয়স্ক মানুষজন, স্বাস্থ্যকর্মী এবং দ্রুত অসুখের শিকার হতে পারেন এমন মানুষজনকে টিকা দেওয়া হবে।

রাশিয়ার ক্ষেত্রে এই টিকাকরণের প্রথম তালিকা একটু অন্য। রাশিয়া তাদের দেশে প্রথমে সুযোগ দিচ্ছে স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের। তাঁদের প্রথমে টিকা দেওয়া হবে। তারপর ধাপে ধাপে বাকিদের টিকা দেওয়া হবে। রাশিয়ার সরকার জানিয়ে দিয়েছে দেশের মানুষকে এই টিকা তারা বিনামূল্যে দেবে। পুরো দায়িত্ব সরকারের।

রাশিয়ায় অবশ্য সাধারণ মানুষকে টিকা দেওয়া আগামী সপ্তাহ থেকে শুরু হতে চললেও রাশিয়ার সৈন্যদের অনেক আগেই টিকা দেওয়া হয়ে গিয়েছে। এখনও দেওয়া চলছে।

সরকারের তরফে জানানো হয়েছে এই বছর শেষ হওয়ার আগে সে দেশের ৮০ হাজার সৈন্যকে টিকা দেওয়া হয়ে যাবে। রাশিয়ার হাতে স্পুটনিক ভি ছাড়াও আরও একটি টিকা আসতে চলেছে। ইপিভ্যাককরোনা নামে ওই টিকাটির ট্রায়াল চলছে। স্পুটনিক ভি অবশ্য ট্রায়ালে উত্তীর্ণ হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts